বিনোদন ডেস্ক : ঘুমের মধ্যেই চিরনিদ্রায় চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী মধুমতী। বুধবার (১৫ অক্টোবর) রাতের দিকে ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার রাতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মধুমতী। তার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।
অভিনেত্রী মধুমতীর আসল নাম ছিল হুটোক্সি রিপোর্টার। তিনি ছিলেন একাধারে অভিনেত্রী, নৃত্যশিল্পী ও প্রশিক্ষক। বলিউডে দীর্ঘ ক্যারিয়ারে ধর্মেন্দ্র, দিলীপ কুমার, জিতেন্দ্রর মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।
শুধু অভিনয় নয়, নৃত্যের ক্ষেত্রেও বলিউডে ছিল তার বিশেষ খ্যাতি। তার নৃত্যশৈলী এতটাই জনপ্রিয় ছিল যে, অনেক সময়ই তার তুলনা করা হতো বলিউডের আরেক কিংবদন্তি নৃত্যশিল্পী হেলেনের সঙ্গে।
‘আঁখে’, ‘টাওয়ার হাউস’, ‘শিকারি’, ‘মুঝে জিনে দো’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন মধুমতী। অভিনয়ের পাশাপাশি নৃত্য প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন বহু বছর।
তার মৃত্যুতে বলিউডের অনেক তারকা শোক প্রকাশ করেছেন। বিন্দু দারা সিং, অক্ষয় কুমার, চাঙ্কি পান্ডে, জসবিন্দ্র নরুলাসহ অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মধুমতীর প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন। তার অনেক ছাত্রছাত্রীও শিল্পীর প্রয়াণে শোকাহত।
মধুমতীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে বুওশিওয়ারা শ্মশানে। ১৯৩৮ সালে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী ১৯৫৭ সালে এক মারাঠি চলচ্চিত্রে নৃত্যশিল্পী হিসেবে চলচ্চিত্রজগতে পথচলা শুরু করেন। ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল তার গভীর ভালোবাসা, আর সেই ভালোবাসাই তাকে পৌঁছে দিয়েছিল বলিউডের আলো ঝলমলে জগতে।