বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ০৩:৪১:০৫

সকাল সাতটায় সেটে এসে সঙ্গে সঙ্গে মিটার চালু করেন অক্ষয় কুমার

সকাল সাতটায় সেটে এসে সঙ্গে সঙ্গে মিটার চালু করেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক: বলিউডে ‘চড়া’ পারিশ্রমিক এবং দীর্ঘ কর্মঘণ্টা নিয়ে বিতর্কের মাঝেই এখন আলোচনায় এসেছে অভিনেতা অভিষেক বচ্চনের একটি পুরনো ভিডিও, যেখানে তিনি অক্ষয় কুমারের কাজের পদ্ধতি সম্পর্কে জানাচ্ছেন। এই ভিডিওটি ‘দ্য কপিল শর্মা শো’-এর একটি পর্ব থেকে নেওয়া, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

ভিডিওতে অভিষেক বচ্চন বলেন, শুটিংয়ে প্যাক আপ বলতেই যিনি সবচেয়ে বেশি খুশি হন, তিনি হলেন অক্ষয় কুমার। আট ঘণ্টার বেশি কাজ তার ধাতে নেই। অক্ষয় সকাল সাতটায় সেটে এসে সঙ্গে সঙ্গে মিটার চালু করেন। ৮ ঘণ্টা শেষে শট চলাকালীনই কাজ বন্ধ করে দেন, তারপর পোশাক বদল করে মেকআপ তুলে চলে যান।

অভিষেকের এই মন্তব্যে বোঝা যায়, অক্ষয় কুমারের কাজের শিফট কঠোরভাবে আট ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ। শুটিং সেটে তাদের ‘টাইম ম্যানেজমেন্ট’ ও পেশাদারিত্বের এক নজির স্থাপন করেছেন তিনি।

অন্যদিকে, ‘চড়া’ পারিশ্রমিক এবং কাজের শিফট নিয়ে নায়িকা দীপিকা পাড়ুকোনও বেশ আলোচনায় ছিলেন। পাঁচ মাসের নীরবতা ভেঙে সম্প্রতি তিনি বলেন, পুরুষ তারকারা বহু বছর ধরে দিনে আট ঘণ্টা কাজ করেন, আর নারীরাও একই অধিকার দাবি করতে পারেন। তবে বলিউডে কাজের পরিবেশ এখনও সংগঠিত নয় বলে জানান দীপিকা।

তিনি ‘স্পিরিট’ ও ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমা থেকে পারিশ্রমিক ও শুটিং শিফট নিয়ে মতানৈক্যের কারণে বাদ পড়ার ঘটনাও স্পষ্ট করেছেন। দীপিকা জানান, তিনি আট ঘণ্টার বেশি কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন এবং তেলেগু ভাষায় সংলাপ বলতেও সমস্যা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে