বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। পর্দার হাস্যোজ্জ্বল এই তারকা এবার বাস্তব জীবনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। রোববার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া সেই স্ট্যাটাসে সম্পর্কের ছদ্মবেশে লুকিয়ে থাকা ‘বিষধর সাপ’-এর কথা উল্লেখ করে চাঞ্চল্য ফেলে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের মাঝে।
স্ট্যাটাসে পূর্ণিমা লেখেন, ‘মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ। প্রয়োজনে তারা বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।’
তিনি আরও লেখেন, ‘যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে আরোহন করে, তখন এরা মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে, সান্নিধ্যের ভান করে তারা আসলে নিজের স্বার্থের মধু সংগ্রহ করে। কিন্তু সময়ের চাকা যখন বিপরীতমুখী হয়, জীবন যখন সংগ্রামের অন্ধকারে ডুবে যায় তখন তারাই সবার আগে দূরে সরে যায়।’
সবশেষে পূর্ণিমা লিখেছেন, ‘তাই এদের থেকে দূরে থাকাই শ্রেয়। কারণ মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’
নায়িকার এই পোস্টে কারও নাম উল্লেখ না করলেও, তার লেখার ভাষা এবং আবেগ থেকে বোঝা যায়- সম্পর্কে বিশ্বাস ভাঙার মতো কোনো গভীর অভিজ্ঞতা থেকেই এমন বার্তা দিয়েছেন তিনি। ফলে, কাকে ইঙ্গিত করে তিনি ‘বিষধর সাপ’ বললেন, তা নিয়ে ইতোমধ্যেই ভক্তদের মাঝে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। কেউ কেউ ধরে নিচ্ছেন, এটি হয়তো ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুত্ব কিংবা পারিবারিক সম্পর্কের কেউ- যার প্রতি আক্ষেপ থেকে এমন মন্তব্য।
তবে কেউ কেউ বলছেন, এটি হয়তো শোবিজ ইন্ডাস্ট্রিরই কোনো সহকর্মীর প্রতি ইঙ্গিত হতে পারে, যিনি বন্ধুত্বের ছদ্মবেশে ক্ষতি করেছেন।
সম্প্রতি সংস্কৃতি সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আয়োজিত ‘সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর ২৪তম আসরে চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন পূর্ণিমা।