শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ০৫:৫১:৫৬

সালমান-মৌসুমী জুটি ভাঙনের অজানা গল্প জানালেন সালমান শাহের ম্যানেজার

সালমান-মৌসুমী জুটি ভাঙনের অজানা গল্প জানালেন সালমান শাহের ম্যানেজার

বিনোদন ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী এবং প্রয়াত সালমান শাহকে নিয়ে অনেক দিন ধরে গুঞ্জন রয়েছে- তাদের জুটি ভেঙে গিয়েছিল আরেক নায়িকা শাবনূরের কারণে। তবে সম্প্রতি সালমান শাহের ম্যানেজার মো. মুনসুর আলী এক সাক্ষাৎকারে জানালেন, আসল কারণ ছিল সালমান শাহের প্রাক্তন স্ত্রী সামিরা হক।

মুনসুর আলী জানান, সালমান শাহ ও মৌসুমীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন মূলত সৃষ্টি হয়েছিল সামিরা হকের সন্দেহের কারণে। তিনি দাবি করেন, সামিরা ভাবি মৌসুমী ম্যামকে নিয়ে খুবই মাইন্ড করতেন। এ কারণে সালমান ভাই ‘দেনমোহর’ সিনেমার পর আর মৌসুমীকে নিয়ে কোনো সিনেমায় কাজ করতে চাননি।

এ ছাড়াও, মুনসুর আলী বলেন, একবার সালমান শাহকে আমি বলি, ভাই, সিনেমার গল্প তো ভালো ছিল, কেনো কাজ করলেন না? তখন তিনি আমাকে বলেন, তোমার ভাবি আমাকে এমনিতেই সন্দেহ করে। আমি আর মৌসুমীর সঙ্গে কাজ করব না।

মুনসুর আলী আরও জানান, ‘দেনমোহর’ সিনেমার পর সালমান শাহের কাছে আরও একটি সিনেমার অফার আসে, কিন্তু তাতে মৌসুমী থাকায় তিনি সে প্রস্তাব গ্রহণ করেননি। এতে আরো পরিষ্কার হয়, নায়কের ব্যক্তিগত জীবনে সামিরার সন্দেহই ছিল মূল কারণ, যা তাকে মৌসুমীকে সঙ্গে কাজ না করার সিদ্ধান্তে নিয়ে আসে।

মুনসুর আলী সালমান শাহ ও শাবনূরের সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি জানান, শাবনূরকে প্রথম দেখাতেই সালমান শাহ বলেন, আমার তো কোনো বোন নেই, তুমি আমার ছোট বোনের মতো। সালমান শাহ সবসময় নারীদের সম্মান করতেন এবং শুটিংয়ের পরে কখনো কোনো নায়িকার সঙ্গে আড্ডা দিতেন না। তিনি সোজা বাড়ি চলে যেতেন।

এভাবে সালমান শাহ এবং শাবনূরের সম্পর্কও খুবই পবিত্র ছিল, যা পরবর্তী সময়ে তাদের একসঙ্গে কাজ করার সুযোগ করে দেয়। ‘তুমি আমার’ সিনেমায় তাদের জুটি গঠন করা হয় এবং সেই সিনেমার মাধ্যমে নতুন একটি সাফল্যের পথে এগিয়ে যায় ঢালিউড।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। তার মৃত্যুকে ঘিরে নানা বিতর্ক উঠলেও, সাবেক স্ত্রী সামিরা হক দাবি করেন, এটি আত্মহত্যা ছিল। তবে, সালমান শাহের পরিবার এ দাবির বিরোধিতা করে এবং তাদের মতে, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে