বিনোদন ডেস্ক : জনপ্রিয় অনুসন্ধানী প্রতিবেদনমূলক অনুষ্ঠান প্রেক্ষাপট উপস্থাপনায় আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। ১ নভেম্বর থেকে এ সচেতনতামূলক অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যাবে মমকে।
এরকম একটি অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব কেন নিলেন? জানতে চাইলে এই লাক্স সুন্দরী বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকেই এ অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব নিয়েছি। প্রেক্ষাপট অনুষ্ঠানে সমাজের চারপাশের সমস্যা এবং তার সমাধানের পথ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতি শনিবার রাত ৮টায় শুধু বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে প্রচার হয় অনুষ্ঠানটি। জাকিয়া বারী মমর উপস্থাপনায় প্রথম অনুষ্ঠানে যশোরের ভবদহের জলাবদ্ধতা সমস্যা তুলে ধরা হবে। বছরের পর বছর ধরে থাকা এ জলাবদ্ধতা কীভাবে সেখানকার মানুষকে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে তার করুণ কাহিনি দেখা যাবে এ পর্বে।