শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ০৬:৩৭:৪৮

সংসার চালাতে এখন আইসক্রিম বিক্রি করেন অভিনেতা

সংসার চালাতে এখন আইসক্রিম বিক্রি করেন অভিনেতা

বিনোদন ডেস্ক : এক সময় যিনি পর্দায় ভয় ছড়াতেন, তিনি এখন জীবন চালাতে ছোট মুদির দোকান দিয়ে চলছেন। ‘হিরোগিরি’, ‘রংবাজ’, ‘চ্যালেঞ্জ ২’, ‘বিন্দাস’-এর মতো সিনেমায় খলনায়কের চরিত্রে দর্শকের মনে দাগ কেটেছিলেন। কিন্তু আজ সেই আলো ম্লান। বলছি টলিউডের দর্শকপ্রিয় অভিনেতা সুরজিৎ সেনের কথা। পাঁচ বছর ধরে পর্দা থেকে দূরে সুরজিৎ। জীবন চলে দোকানের আয়ে।

এই অভিনেতা বলেন, “১৯৯৮ থেকে ২০২০ পর্যন্ত অভিনয় করে মাত্র পাঁচ লাখ টাকা রোজগার করতে পেরেছি। ভাবুন, কতটা কঠিন সময় গেছে!” এখন তাঁর সংসার চলে মুদির দোকান, আইসক্রিম আর নরম পানীয় বিক্রি করে।

তিনি আরও বলেন, “তৃণমূল আসার পর এই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কঠিন হয়ে গেছে। অনেকে ভাবেন আমি হয়তো অন্য দলের ছিলাম—একেবারেই না। আমি কোনো দিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।”

এক সময় ক্যামেরার ফ্ল্যাশে ঝলমল করা মুখ এখন দোকানের আলোয় ঝাপসা। তবু তাঁর গলায় শান্ত সুর, “অভিনয়ে ফেরার ইচ্ছে নেই আর। এখন নিজের ব্যবসা নিয়েই বাঁচতে চাই।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে