শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ০৩:৩৯:২১

‘তোমার কথা অনেক শুনেছি’, মৃত্যুর আগে তরুণীকে আরো যা লিখেছিলেন সালমান শাহ

‘তোমার কথা অনেক শুনেছি’, মৃত্যুর আগে তরুণীকে আরো যা লিখেছিলেন সালমান শাহ

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ ছিলেন ভক্তদের জন্য এক অবিস্মরণীয় প্রেমিক ও প্রেরণার উৎস। মেয়েদের কাছে তিনি স্বপ্নের পুরুষ হিসেবে সমাদৃত ছিলেন। অগণিত ভক্ত তাঁর কাছে চিঠি লিখেছিলেন, তবে খুব কমকেই সরাসরি তার উত্তর পাওয়ার সৌভাগ্য হয়েছিল। 

সেই সৌভাগ্যবানদের একজন হলেন তরুণী ইথেন, যিনি সালমান শাহের কাছে চিঠি পাঠিয়েছিলেন এবং মৃত্যুর প্রায় দেড় বছর আগে তার জবাব পান।

১৯৯৫ সালের ৮ মার্চ, সালমান শাহ তার ব্যক্তিগত ডায়রিতে ভক্ত ইথেনের উদ্দেশে লিখেছেন, “স্নেহের ইথেন, আমার অনেক ভালোবাসা ও স্নেহাশীষ নিও। তোমার চিঠি অনেক আগেই আমি পেয়েছি। কিন্তু অসম্ভব ব্যস্ততার কারণে উত্তর দিতে সামান্য দেরি হয়েছে বলে আমি দুঃখিত।”

চিঠিতে তিনি আরও লিখেছেন, “মাসুম ভাইয়ের কাছে তোমার কথা অনেক শুনেছি। তোমার মতো একজন ভক্ত আমার আছে জেনে সত্যিই খুব আনন্দ পাই এবং মনে মনে গর্বও বোধ করি। তোমাদের মতো অসংখ্য ভক্তদের ভালোবাসাই আমার কাজের প্রেরণা। তোমাদের এই ভালোবাসা আমৃত্যু যেন আমার সঙ্গে থাকে—এই দোয়াই বিধাতার কাছে করি। ব্যস্ততার কারণে অতি সংক্ষেপে চিঠিটা শেষ করতে হচ্ছে বলে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে আবারও চিঠি লেখার আমন্ত্রণ রইলো।

ইতি, সালমান শাহ।”

সালমান শাহের এই হাতে লেখা চিঠি ইথেন অতি যত্নসহ ৩০ বছরের বেশি সময় ধরে সংরক্ষণ করেছেন।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান। অভিনেতার প্রাক্তন স্ত্রী সামিরা হক মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দাবি করেছিলেন। তবে মৃত্যুর প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে পুলিশ তার মৃত্যু হত্যা মামলা হিসেবে পুনর্বিবেচনা করছে।

সালমান শাহের ভক্তদের কাছে এই চিঠি শুধুমাত্র একটি কাগজ নয়, বরং তার আন্তরিকতা ও ভালোবাসার এক অমূল্য স্মৃতি হিসেবে চিরজীবন স্মরণীয় হয়ে থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে