বিনোদন ডেস্ক : বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। গেল কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। নিউইয়র্ক স্থানীয় সময় কাল সকালে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন বর ও কনে। এমনটা নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
জানা গেছে, পাত্রীর নাম মুশফিকা মাসুদ, পেশায় তিনি চিত্রনাট্যকার ও পরিচালক। তিনি যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেছেন।
তারপর ব্রুকলিক কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন বিষয়েও পড়াশোনা করেছেন।
তার বানানো ‘দ্য অ্যানিভার্সারি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার জিতে নেয়।
May be an image of one or more people, beard, people smiling and eyeglasses
আজ শুক্রবার দুপুরে দুজনের একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে অমিতাভ রেজা লিখেছেন, ‘কখনো সহযাত্রী, কখনো সহযোদ্ধা, কিন্তু ভাবিনি কখনো আমার থেকে ফাজিল কারো সঙ্গে জীবন কাটাব। আহারে জীবন …।’
অমিতাভ রেজার সেই পোস্টে বিনোদন অঙ্গনের কেউ কেউ মন্তব্য করে শুভকামনা জানিয়েছেন।
মুশফিকা মাসুদ বলেন, ‘অমিতাভ খুবই চমৎকার একজন মানুষ। অসাধারণ মেধাবী। দুর্দান্ত সিনেমা পরিচালক। আমরা দুজন একই ভাষায় কথা বলি। সত্যি কথা বলতে, ও যেভাবে ভালোবেসেছে, কোনো বাঙালি এভাবে ভালোবাসতে পারে, তা সত্যিই অবিশ্বাস্য।
ওর ভালোবাসাই আমাকে ভালোবাসা শিখিয়েছে।’
এটি অমিতাভ রেজা চৌধুরীর তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের দুজনের সঙ্গে দাম্পত্যজীবনের ইতি ঘটে।