শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ০৯:০৫:১২

আইনের জবাব আইনের ভাষাতেই দিতে হবে: হিরো আলম

আইনের জবাব আইনের ভাষাতেই দিতে হবে: হিরো আলম

বিনোদন ডেস্ক : স্ত্রী রিয়া মনির করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ও স্বঘোষিত অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ পরোয়ানা জারি করা হয়।

বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, ‘আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’

অন্যদিকে হিরো আলম গণমাধ্যমকে জানান, তিনি বর্তমানে ৩০০ ফিট এলাকায় শুটিং করছেন। তাঁর দাবি, মামলাটি আপস হয়ে গেছে, কিন্তু তবুও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। যে মামলার আপস হয়ে গেছে, সেই মামলাতেই আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কী বলব বলেন! আমার উকিলের কাছে সব কাগজপত্র আছে। আজ আদালতে যেতে পারছি না, কাল যাব। আইনের জবাব আইনের ভাষাতেই দিতে হবে।

মামলার অভিযোগে বলা হয়, হিরো আলম ও রিয়া মনির মধ্যে দাম্পত্য কলহ হলে তিনি স্ত্রীকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন। অভিযোগে আরও বলা হয়, রিয়ার দেড় ভরি ওজনের সোনার চেইন রেখে দেন হিরো আলম।

ঘটনার পর গত ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে