শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:০৩:৫৪

শাকিব খানের ৯ মিনিটের ভিডিও দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

শাকিব খানের ৯ মিনিটের ভিডিও দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

বিনোদন ডেস্ক : ফিউচার হিরোইনগেল কয়েক বছরে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন শাকিব খান। নতুন লুক, সিনেমার ভিন্ন চরিত্রে অভিনয় এবং উপস্থাপনা দিয়ে তরুণ প্রজন্মের মধ্যে তার জনপ্রিয়তা বেড়েছে। সম্প্রতি একটি প্রতিষ্ঠানের আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শাকিব, যেখানে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসানের সঙ্গে তার কথোপকথন ভাইরাল হয়েছে।

শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’-এর প্রচারের ব্যস্ততায় তিনি থাকলেও, অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভিন্ন লুকে সবার নজর কাড়ে। ইফতেখার রাফসানের সঙ্গে তাদের কথোপকথন থেকে তৈরি ৯ মিনিটের ভিডিও দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে শাকিব খান এবং রাফসানের হাসি-খুশি মুহূর্ত এবং বন্ধুত্বপূর্ণ আড্ডা দর্শককে মুগ্ধ করেছে।

ভিডিওতে বিশেষ আকর্ষণ যোগ করেছে হানিয়া আমিরের প্রসঙ্গ। শাকিব রাফসানের সঙ্গে কথা বলার সময় বলেন, “রাফসান, কেমন আছো? তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম, তাও আবার আমার ফিউচার হিরোইন হানিয়া আমিরের সঙ্গে।” এই সংলাপের কারণে ভক্তদের মধ্যে উত্তেজনা ও কৌতূহল আরও বেড়ে গেছে।

এছাড়া, শাকিবের নতুন লুক এবং প্রেজেন্সও দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকে মন্তব্য করছেন, সিনেমার বাইরে তার এই আত্মবিশ্বাসী ও বন্ধুত্বপূর্ণ আচরণই তাকে ভিন্ন মাত্রা দিয়েছে।

শাকিব খানের মুখে এমন কথা শুনে রাফসান খানিকটা লাজুক হাসি দেন। পাশ থেকে একজন জিজ্ঞাসা করেন, ‘উনি কি আপনার সঙ্গে মুভি করছেন?’ তখন জবাবে মেগাস্টার শাকিব খান বলেন, ‘হ্যাঁ, একটা মুভির কথা রয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে