শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:২০:২২

আমার জীবনে প্রথম প্রেম সালমান শাহ, জানালেন চিত্রনায়িকা পপি

আমার জীবনে প্রথম প্রেম সালমান শাহ, জানালেন চিত্রনায়িকা পপি

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ, যিনি ‘স্বপ্নের নায়ক’ হিসেবে কোটি ভক্তের হৃদয়ে চিরকাল রাজত্ব করে যাচ্ছেন, তার অভিনয় জীবনের গল্প শুধু সিনেমার পর্দাতেই সীমাবদ্ধ নেই। 

বরং, বাস্তবেও তার মানবিক দৃষ্টিভঙ্গি এবং ভক্তদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ছিল অভূতপূর্ব। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ আমাদের ছেড়ে চলে গেলেও, তার সম্পর্কে ভক্তদের অমলিন ভালোবাসা আজও অব্যাহত।

এমনকি সালমানের প্রেমে পড়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী পপিও। এ অভিনেতার সঙ্গে তার কয়েকটি সিনেমার কথাও হয়েছিল। কিন্তু অভিনেতার মৃত্যুর কারণে দুজনের একসঙ্গে জুটি বেঁধে আর অভিনয় করা হয়নি।

সোশ্যাল মিডিয়ায় পপির পুরনো একটি ভিডিও ঘুরপাক খাচ্ছে। সেখানে পপিকে বলতে শোনা যায় সালমানের প্রেমে পড়েন তিনি।

 যে সময়ে সালমানের প্রেমে পড়েন তখন কোন ক্লাসে ছিলেন সেটিও জানান তিনি।

পপি বলেন, আমার জীবনে প্রথম প্রেম বলতে হলে সালমান শাহ বলতে হবে। তখন আমি ক্লাস ফোরে পড়ি। সে সময় সিনেমাহলে তার ‘বিক্ষাভ’ সিনেমা দেখেছি। এক কথায়, আমি তার দারুণ ভক্ত ছিলাম।

 মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে সালমান শাহ ২৭টি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র। মৃত্যুর ২৯ বছর পরও তার নাম চিরস্মরণীয় থেকে গেছে।

সম্প্রতি আদালতের নির্দেশ ও সালমান হত্যা মামলার পুনরুজ্জীবনের খবর প্রকাশিত হওয়ার পর তার ভক্তদের মধ্যে একধরনের উত্তেজনা ও আশার অনুভূতি দেখা দিয়েছে। সালমান শাহর সমর্থকেরা দীর্ঘদিন ধরে এ হত্যাকাণ্ডের নেপথ্য রহস্যের সত্য উদ্‌ঘাটনের অপেক্ষায় ছিলেন।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে