রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০:৩৯:২০

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বলিউড অভিনেতা বিবেক

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বলিউড অভিনেতা বিবেক

বিনোদন ডেস্ক : ভারতের রাজস্থানে শুটিং চলাকালেই হঠাৎ যেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ঘটে যেতে পারত এক ভয়াবহ দুর্ঘটনা। তবে ভাগ্যের জোরে ও তৎপরতার কারণে অল্পের জন্য বেঁচে ফিরেছেন এই অভিনেতা, আর সেটিই এখন বিনোদন দুনিয়ায় তৈরি করেছে তীব্র চাঞ্চল্য।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০০২ সালে বিকানের থেকে জয়সালমের যাওয়ার পথে মাঝরাতে এই দুর্ঘটনা ঘটে।

বিবেক জানান, ভালো রাস্তার কারণে গাড়ির চালক গতি বাড়িয়ে দেন। তিনি বারবার নিষেধ করলেও চালক কথা শোনেননি। কিছুক্ষণ পরই বিকট শব্দে গাড়ি থেমে যায়। চোখ খুলে দেখেন, ওপর থেকে একটি লোহার রড ভেঙে তার পাশ দিয়ে ঢুকে পড়েছে। তবে তার গায়ে কোনো চোট লাগেনি।

বিবেক বলেন, ওই রডটি সামনে থাকা ইটবোঝাই একটি গাড়ি থেকে বেরিয়ে এসেছিল। মাত্র কয়েক ইঞ্চি এদিক-ওদিক হলেই রডটি তার বুকে ঢুকে যেতে পারত। ওই ঘটনার পর থেকে আর কখনো রাতে দূরপাল্লার ভ্রমণে যান না তিনি।

উল্লেখ্য, বলিউডে ‘সাথিয়া’, ‘কোম্পানি’সহ বেশ কিছু সফল চলচ্চিত্রে অভিনয় করলেও নানা কারণে এক সময় ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন বিবেক। তবে এ ঘটনাটি তার কর্মজীবনের শুরুতে ঘটে যাওয়া অন্যতম ভয়াবহ অভিজ্ঞতা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে