শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ০৬:২১:০৭

মাহিকে যে কারণ দেখিয়ে রিজেক্ট করেছিলেন জায়েদ খান

মাহিকে যে কারণ দেখিয়ে রিজেক্ট করেছিলেন জায়েদ খান

বিনোদন ডেস্ক : ঢালিউডের অগ্নিকন্যা মাহিয়া মাহি। ক্যারিয়ারের শুরুতেই জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে বাজিমাত করেছিলেন তিনি। তবে তার এই যাত্রার শুরুর গল্পটা মোটেও মসৃণ ছিল না। বরং ক্যারিয়ারের প্রথম অডিশনেই তিনি প্রত্যাখ্যাত হয়েছিলেন, আর তাকে বাদ দিয়েছিলেন খোদ চিত্রনায়ক জায়েদ খান!

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিত্রনায়ক জায়েদ খানের উপস্থাপনায় একটি শো-তে অতিথি হিসেবে হাজির হয়ে এই গোপন তথ্য ফাঁস করলেন মাহি নিজেই। সেন্ট্রাল পার্কের হাড়হিম করা ঠান্ডায় দাঁড়িয়ে পুরনো সেই স্মৃতিচারণ করতে গিয়ে হেসে কুটিপাটি হন দুজনই।

মাহি জানান, ঘটনাটি ২০১১ সালের মাঝামাঝি সময়ের। তিনি তখন কলেজে পড়েন। খবর পান জায়েদ খানের সিনেমার জন্য নায়িকা নেওয়া হবে। মায়ের হাত ধরে মগবাজারে অডিশন দিতে যান মাহি।

অডিশনের বর্ণনা দিয়ে মাহি বলেন, “গিয়ে দেখি তুমি (জায়েদ খান) সাদা সুট ও চশমা পরে বসে আছ, পুরো ‘পোজ’ নিয়ে। আমি তো দেখেই ভয় পেয়ে গেলাম। তুমি জিজ্ঞেস করলে কোথায় পড়ি, কোথায় থাকি। দুই-তিন মিনিট কথা বলে বললে, ‘আচ্ছা ঠিক আছে, আমরা ফোন করব’।”

কিন্তু সেই ফোন আর আসেনি। মাহি বলেন, “দুই ঘণ্টা পর আমাকে যে নিয়ে গিয়েছিল সে জানাল, জায়েদ খান আমাকে রিজেক্ট করে দিয়েছে। কারণ আমি নাকি খুব বেশি চিকন!”

মাহির মুখে এই কথা শুনে জায়েদ খান অবশ্য হেসে বিষয়টি উড়িয়ে দেন। তিনি বলেন, “বিশ্বাস করো, আমার এটা মনে নেই। হয়তো প্রডিউসার বা অন্য কেউ বলেছিল। আমি মিস করিনি, তবে যা হয় ভালোর জন্যই হয়।”

জায়েদ খানের এই প্রত্যাখ্যানই মাহির ভেতরে জেদ চাপিয়ে দেয়। মাহি বলেন, “তখন আমার খুব জেদ চাপল। এরপর ফটোশুট করে সেই ছবি জাজ মাল্টিমিডিয়ায় জমা দিই। ওরাও বলেছিল আমি বেশি চিকন, তবে আমাকে সাত দিন সময় দিয়েছিল। এরপর প্রচুর খেয়েও ওজন বাড়াতে পারিনি, কিন্তু বালকি ড্রেস পরে গিয়ে সাইন করলাম। এভাবেই ‘ভালোবাসার রঙ’ দিয়ে যাত্রা শুরু।”

জায়েদ খানের ‘না’ বলা সেই চিকন মেয়েটিই পরবর্তীতে হয়ে ওঠেন ঢালিউডের শীর্ষ নায়িকা। নিউইয়র্কের আড্ডায় উঠে আসা এই গল্পটি এখন ভক্তদের মাঝে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে