বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ০৯:১৫:৪২

বর্তমানে এ নিয়ে একটি গোপন পরিকল্পনা চলছে: দেব

বর্তমানে এ নিয়ে একটি গোপন পরিকল্পনা চলছে: দেব

বিনোদন ডেস্ক : টালিউড সুপারস্টার দীপক অধিকারী দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সম্পর্ক  বিনোদন জগতে ‘ওপেন সিক্রেট’। তাদের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চর্চিত।

তাদের প্রেমের গল্প, একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করা— এমনকি দুই পরিবারের অনুষ্ঠানেও তাদের নিয়মিত উপস্থিতি সবকিছুই বারবার ইঙ্গিত দেয় গভীর ভালোবাসার। সময় যত ঘনিয়ে যাচ্ছে, ততই যেন ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের কৌতূহল— কবে তারা সাতপাকে বাঁধা পড়ছেন? 

শুধু অনুরাগীদের প্রশ্নেই থেমে নেই, এ তারকা জুটিকে যেখানেই দেখা যায়, সেখানেই সংবাদমাধ্যম থেকে একই প্রশ্ন ঘুরেফিরে আসে— কবে বিয়ের বাঁধনে বাঁধা পড়ছেন তারা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল— তিনি কি টালিউডের ‘সালমান খান’? অর্থাৎ ভাইজানের মতো তিনিও কি আজীবন ব্যাচেলর জীবন কাটানোর পরিকল্পনা করছেন? এমন প্রশ্নের উত্তরে দেব বলেন, ‘আমি কোনো খান হতে চাই না। দেব হয়েই আমি বেশ ভালো আছি। যেখানে আছি, যার সঙ্গে আছি, বেশ ভালোই আছি। 

অভিনেতা আরও বলেন, তবে এর মানে এই নয় যে, আমি আজীবন সিঙ্গেল ব্যাচেলর লাইফ লিড করব। বিয়ে সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। তবে আমি যে বিয়ে করতে চাই না— এমনটি নয়। অবশ্যই করব। বর্তমানে এ নিয়ে একটি গোপন পরিকল্পনা চলছে, খুব শিগগির সবাই সে বিষয়ে জানতে পারবেন।

এদিকে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এক অনুরাগীর কাছ থেকে আবারও একই প্রশ্নের মুখোমুখি হন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। বিয়েসংক্রান্ত প্রশ্ন শুনে বেশ মজার ছলেই জবাব দেন অভিনেত্রী। 

রুক্মিণী মৈত্র বলেন, যেদিন আমাদের সবাই এই প্রশ্ন করা বন্ধ করে দেবে, সেই সময় আমরা হঠাৎ করেই সবাইকে চমকে দেব। সবাই তখন খুবই আশ্চর্য হয়ে যাবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে