সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৮:১৬

আল আমিনের পর আগুনের কবলে আরেক কনটেন্ট ক্রিয়েটর!

আল আমিনের পর আগুনের কবলে আরেক কনটেন্ট ক্রিয়েটর!

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য কনটেন্ট তৈরি করে মানুষের গ্রহণযোগ্যতা পেয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন (৪০)। 

এ অবস্থায় দুই দিন আগে আগুন নিয়ে কনটেন্ট তৈরি করতে গিয়ে সেই আগুনেই মারাত্মক দগ্ধ হয়ে এখন তিনি মৃত্যুশয্যায়। তাঁকে রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে।

এবার দেখা গেল আল আমিনের মতো একই অবস্থার মুখোমুখি হয়েছেন আরেক কন্টেন্ট ক্রিয়েটর। একটুর জন্য তিনি বেঁচে গেছেন।

এখলাস উদ্দিন নামের ওই কনটেন্ট ক্রিয়েটর মোটরসাইকেলের ওপর পানির হাঁড়ি নিয়ে তাতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে যাচ্ছিলেন। হাঁড়ির পানি ছলকে আগুনসহ মোটরসাইকেলের সামনে পড়ে। মোটরসাইকেলের সামনের অংশে আগুন ধরে যায়।

তবে এখলাস একটুর জন্য বেঁচে গেছেন।

 তবে এখলাস আগুন নিয়ে ভিডিও বানানো বাদ দেননি। এই ঘটনার পরেও তিনি একাধিক ভিডিও বানিয়েছেন। যেসবে পানি ও পেট্রলের ব্যবহার দেখা গেছে।

এর আগে আল আমিন নামের ওই কনটেন্ট ক্রিয়েটর পেট্রলের আগুনে দগ্ধ হয়ে এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শরীরের অনেকাংশ পুড়ে গিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে