বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের হংসরাজ কলেজের পুরনো ভর্তি ফর্মের একটি ছবি সম্প্রতি অনলাইনে প্রকাশিত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নস্টালজিয়ার ঢেউ উঠেছে। ভক্তরা যেন আবার ফিরে গেছেন সেই দিনগুলোতে, যখন তিনি আজকের বিশ্বখ্যাত তারকা নন, বরং দিল্লি ইউনিভার্সিটির এক সাধারণ ছাত্র- পরীক্ষার প্রস্তুতি, স্বপ্ন আর ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত। খবর ইকনোমিক টাইমসের।
হংসরাজ কলেজে ভর্তি হওয়ার আগে শাহরুখ খান দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে পড়াশোনা করেন। সেখানে তিনি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে সমানভাবে সক্রিয় ছিলেন, যার জন্য তিনি স্কুলজীবনে বেশ পরিচিতি পান।
১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত শাহরুখ খান হংসরাজ কলেজে অর্থনীতিতে বিএ (অনার্স) করেন। কলেজজীবনে তিনি একই সঙ্গে খেলাধুলা ও থিয়েটারে যুক্ত ছিলেন। পড়াশোনা, মঞ্চ এবং ব্যক্তিগত স্বপ্ন-সব মিলিয়ে এই সময়টিকে তিনি নিজেই জীবনের ভিত্তি গঠনের সময় বলে মনে করেন। এখানেই তার শৃঙ্খলা, অভিনয়বোধ এবং সৃজনশীলতার দিকটি আরও দৃঢ় হয়ে ওঠে।
অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জনের সময়কার এই ফলাফলে চমকে উঠেছেন ভক্তরা। মার্কশিট অনুযায়ী, শাহরুখ খান একাধিক বিষয়ে ৯২ নম্বর পেয়েছিলেন, যা রীতিমতো চোখ ধাঁধানো। অংকে ৭৮ এবং পদার্থবিদ্যায় ৭৮ পেয়েছিলেন। তবে ইংরেজিতে পেয়েছিলেন ৫১।
মার্কশিটে উল্লিখিত তারিখ অনুযায়ী, অভিনেতার জন্ম তারিখ ২ নভেম্বর, ১৯৬৫, যা সম্পূর্ণ সঠিক। একইসঙ্গে বাবার নাম এবং অভিনেতার ছবিও এতে যুক্ত রয়েছে। সব মিলিয়ে, এই মার্কশিটটি যে বলিউড তারকারই, সেই বিষয়ে নিশ্চিত তার অনুরাগীরা।
হংসরাজ থেকে স্নাতক হওয়ার পর তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়ায় মাস কমিউনিকেশনে মাস্টার্সে ভর্তি হন। যদিও তিনি কোর্সটি সম্পূর্ণ করেননি, এই পর্যায়টিই তাকে মিডিয়া ও গল্প বলার জগতের আরও কাছাকাছি নিয়ে আসে। এরপর পরিচালক ব্যারি জনের সঙ্গে থিয়েটারে কাজ শুরু করেন এবং সেখান থেকেই টেলিভিশন হয়ে বলিউডে প্রবেশ—যা পরবর্তীতে রূপ নেয় বিশ্বজোড়া জনপ্রিয়তার ইতিহাসে।
এ সময়ে তার মার্কশিট ট্রেন্ড হওয়ার পেছনে আরেকটি কারণও আলোচনা তৈরি করেছে। শাহরুখ খান বর্তমানে তার আসন্ন ছবি ‘কিং’–এর প্রস্তুতিতে ব্যস্ত। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় নির্মিত ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন সুহানা খান। দক্ষিণ ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন।