বিনোদন ডেস্ক : নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি। দীর্ঘদিন ধরে অভিনয়জগতে অনিয়মিত থাকার পর সাম্প্রতিক সময়ে তিনি মাঝে মাঝে পর্দায় উপস্থিত হচ্ছেন। সম্প্রতি তিনি ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।
কিন্তু এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ধরনের সমস্যায় পড়েছেন তিনি। আফসানা মিমির নামে ফেসবুকে ভুয়া আইডি চালু হয়েছে, যা নিয়ে বিনোদন অঙ্গনের অনেকেই উদ্বিগ্ন। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে কেউ বা কারা তার নামে ফেসবুকে বন্ধু হওয়ার আহ্বান পাঠাচ্ছে এবং মেসেঞ্জারের মাধ্যমে খুদেবার্তা প্রেরণ করছে।
এ বিষয়ে আফসানা মিমি গণমাধ্যমকে বলেন, এটা ভুয়া। আমি কোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি না। কে বা কারা এসব করছে, তা আমি জানি না।
বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও স্বজনেরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, মিমির নামে চালু হওয়া আইডিটি সম্পূর্ণ মিথ্যা এবং কেউ না কেউ এটিকে ব্যবহার করে ভুয়া পরিচয় তৈরি করছে।