বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৭:৩৪

এখন কেমন আছেন কনটেন্ট ক্রিয়েটর সেই আল-আমিন?

এখন কেমন আছেন কনটেন্ট ক্রিয়েটর সেই আল-আমিন?

বিনোদন ডেস্ক : ময়মনসিংহের গৌরীপুরের কনটেন্ট ক্রিয়েটর আল-আমিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আল-আমিন এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার সহকর্মী ও স্বজনরা।

তার সহকর্মী আজাদ হোসেন জনি বলেন, আল-আমিন এখন আগের চেয়ে ভালো আছে এবং চিকিৎসায় সাড়া দিচ্ছে। ডাক্তাররা তাকে এখনও হাসপাতাল থেকে ছাড়তে রাজি নন।

এর আগে গত ২৮ নভেম্বর সকালে উপজেলার দাড়িয়াপুর গ্রামে একটি পুকুরে মাচা তৈরি করে পুকরের পানিতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে শীতের গোসলের ফানি ভিডিও বানানোর চিত্রধারণ করছিলেন আল-আমিনের সহযোগীরা। তবে অতিরিক্ত পেট্রোল ঢালার ফলে বড় শিখা তৈরি হলে আল-আমিন পানিতে ঝাঁপ দেন। এতে তিনি দগ্ধ হন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে