শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৪:১৪

বিয়ে বাড়িতে এসে কনের আবদারে লজ্জায় পড়লেন শাহরুখ

বিয়ে বাড়িতে এসে কনের আবদারে লজ্জায় পড়লেন শাহরুখ

বিনোদন ডেস্ক: বিয়ে মানেই খুশি। আর সেই খুশি তখনই বেড়ে যায়, সেখানে যদি হঠাৎ মঞ্চে বলিউড বাদশা শাহরুখ খান হাজির হন, তবে অতিথিদের উন্মাদনা বেড়ে যাওয়াটা স্বাভাবিক। 

সম্প্রতি এক ঝলমলে বিয়েবাড়িতে তেমনই এক মুহূর্ত তৈরি হলো, যখন শাহরুখকে সামনে পেয়ে কনে এক লাজুক আবদার করে বসলেন আর সেই আবদার ঘিরেই তৈরি হয়েছে তুমুল আলোচনা। বিয়ে বাড়ির সেই ভিডিও ভাইরাল হয়েছে। 

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, ভরা বিয়েবাড়ির মঞ্চে কনের হাত ধরে দাঁড়িয়ে আছেন শাহরুখ। এমন সময় লাজুক ভঙ্গিতে কনে তাকে অনুরোধ করেন, তামাকজাত দ্রব্যের একটি বিজ্ঞাপনের জনপ্রিয় ট্যাগলাইন একবার বলুন যুবা কেশরী বলার জন্য।

কনের এমন অনুরোধ শুনে মুহূর্তেই পরিবেশ ঠাণ্ডা করে দেন শাহরুখ। তিনি স্বভাবসুলভ ভঙ্গিতে হেসে ওঠেন। সেই সাথে খানিকটা লজ্জাও পান। কিন্তু কনের আবদার রাখেননি। 

উল্টো মজা করে জবাব দেন, একবার ব্যবসায়ীর সঙ্গে ব্যবসা করলে সে আর পিঁছু ছাড়ে না। গুটখাওয়ালারাও না। প্রতিবার যখন বলি, তখন আমি নিই। বাবাকেও বলে দিও। বাদশার এই কৌশলী জবাবে মঞ্চের বাকি লোকও হেসে ওঠেন। এই ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর এরপর থেকেই শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। 

অনুরাগীরা বাদশার বিচক্ষণতার প্রশংসা করেছেন। তাদের যুক্তি, যে বিজ্ঞাপন অতীতে নানা জটিলতা তৈরি করেছিল, সেই ট্যাগলাইন জনসমক্ষে বলা থেকে বিরত থাকাটাই বুদ্ধিমানের কাজ। একজন অনুরাগী লিখেছেন, কনে নাচ করতেই বলতে পারতেন, কিন্তু তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনের ট্যাগলাইন বলার অনুরোধটি ঠিক ছিল না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে