শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২:২৮

'আমার আম্মু হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ'

'আমার আম্মু হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ'

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা ময়ূরী এখন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। সেখানেই ছেলে-মেয়েদের নিয়ে বাস। যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েকে পড়ান একসময়ের আলোচিত-সমালোচিত এই অভিনেত্রী।

আজ ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকার জন্মদিন।

এই দিনে অনেকেই তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তবে এর মধ্যে ময়ূরীর চোখে ধরা দিল মেয়ে মাইমুনা খানম সায়বার শুভেচ্ছা বার্তাটি।

মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে মাইমুনা নিজের ফেসবুকে লিখেছেন, ‘আজ তোমার বিশেষ দিন, আর আমি তোমাকে আমার হৃদয় থেকে কিছু বলতে চাই। তুমি শুধু আমার মা নও, তুমিই সেই ব্যক্তি, যে ভালো বা খারাপ প্রতিটি মুহূর্তে আমার পাশে দাঁড়িয়েছ।

তুমি আমাকে শিখিয়েছ কিভাবে শক্তিশালী হতে হয়, কিভাবে সদয় হতে হয় এবং জীবন কঠিন হলেও কিভাবে এগিয়ে যেতে হয়।’

মাইমুনা আরো লিখেছেন, ‘আমি জানি আমি সব সময় যথেষ্ট বলি না, কিন্তু তুমি যা কিছু করো তার জন্য আমি কৃতজ্ঞ—ছোট ছোট কাজ, ত্যাগ, ক্লান্ত থাকা সত্ত্বেও তুমি যে ভালোবাসা দাও। তুমি আমাকে গড়ে তুলেছো এবং আমি প্রতিদিন তোমার জন্য কৃতজ্ঞ।’

সর্বশেষে মাকে ভালোবাসা জানিয়ে মাইমুনা লিখেছে, ‘আমি আশা করি এই জন্মদিন তোমার জন্য সেই সুখ বয়ে আনবে, যা তুমি সব সময় অন্যদের দেওয়ার চেষ্টা করো।

আজ এবং সর্বদা তুমি সেরাটা পাওয়ার যোগ্য। আমার আম্মু হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে অনেক ভালোবাসি। শুভ জন্মদিন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে