বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী নূতনের স্বামী, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রুহুল আমিন বাবুল। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নায়িকা নূতন নিজেই। স্বামীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
জানা গেছে, দীর্ঘদিন মারণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন তিনি। মাঝখানে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও আবারও অসুস্থ হয়ে পড়ায় কয়েক দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (৭ ডিসেম্বর) বাদ জোহর বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের জামে মসজিদে বাবুলের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
১৯৭৮ সালে অভিনেত্রী নূতনকে বিয়ে করেন প্রযোজক বাবুল। তার প্রকৃত নাম ফারহানা আমিন রত্না। লাবিবা আমিন (বড় মেয়ে) ও ফারহানা আমিন রীতু (ছোট মেয়ে) নামে দুই কন্যা সন্তান রয়েছে।
স্বাধীনতা পরবর্তী জসিম, আমান, গুই এবং রুহুল আমিন বাবুল মিলে তৈরি করেন একটি ফাইটিং গ্রুপ; যেটা জেম্স গ্রুপ নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে সিনেমা তৈরির সময় দৃশ্যধারণের ক্ষেত্রে জেম্স গ্রুপ টেকনিক্যাল সহযোগিতা প্রদান করত। শুধু যে তারা অ্যাকশন নিয়ে ব্যস্ত থাকতেন তা নয়, সিনেমা প্রযোজনার ক্ষেত্রেও তারা জনপ্রিয়তা লাভ করেছিলেন।
তাদের প্রযোজিত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘দোস্ত দুশমন’, ‘বারুদ’, ‘চাঁদ সুরুজ’, কাবিনসহ অনেক সিনেমা। ৮০’র দশকে বাংলা সিনেমায় ‘দোস্ত দুশমন’ দর্শকদের মাঝে আলোড়ন তুলেছিল। পরবর্তীতে বাবুল এককভাবে এনবি নামে প্রযোজনা প্রতিষ্ঠান খোলেন। এই প্রযোজনা সংস্থা থেকে ভারত ও বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মাণ করে ‘আমি সেই মেয়ে’।