বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১১:১২:১৯

আসিফ আকবরের নিজেই সুখবরটি দিয়েছেন

আসিফ আকবরের নিজেই সুখবরটি দিয়েছেন

বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গায়ক নিজেই সুখবরটি দিয়েছেন। সেইসঙ্গে পারিবারিক মুহূর্তের ছবিও শেয়ার করেছেন তিনি। গায়কের এমন খবরে ছেলে ও বৌমাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন নেটিজেনরা।

ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসে আকবর জানিয়েছে, তার ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পুত্রবধূর নাম লামিয়া তানজিম শ্রেয়সী। তার বাবার নাম বাদল শাহরিয়ার।
 
রুদ্র ও শ্রেয়সী নতুন জীবনে পা রেখেছেন জানিয়ে নবদম্পতির দাম্পত্য জীবন সুখী ও সুন্দর হোক-এমন কামনা করেছেন বিসিবির এই পরিচালক। সেইসঙ্গে ছেলে ও বৌমার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।
 
৩ বছর আগে বড় ছেলে শাফকাত আসিফ রণর বিয়ে দিয়েছেন আসিফ আকব। বর্তমানে তিনি কানাডার টরন্টোতে একটি ব্যাংকে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছেন। তবে ছুটি না পাওয়ায় ছোট ভাইয়ের বিয়েতে উপস্থিত থাকতে পারেননি রণর। পরীক্ষার কারণে তার স্ত্রী ইসমাত শেহরীন ঈশিতাও টরন্টোতেই রয়েছেন। তাদের অনুপস্থিতি খুব মিস করছেন বলেও অনুভূতি প্রকাশ করেন আসিফ আকবর।
 
সবশেষে সবার উদ্দেশে ভালোবাসা জানিয়ে জনপ্রিয় এই গায়ক লেখেন, ‘সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে