বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ছড়িয়ে পড়ে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদের মৃত্যুর খবর। তবে এ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও এ বিষয়ে কিছু জানে না।
তবে এ খবরকে ভিত্তিহীন উল্লেখ করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী বুধবার সন্ধ্যায় বলেন, ‘রিয়াজ ভাইয়ের সঙ্গে আমাদের দীর্ঘদিন যোগাযোগ নেই।
তার ফোন বন্ধ। কিন্তু এমন ঘটনা ঘটবে আর আমাদের সংগঠন জানবে না, তা তো হয় না। এটা সামাজিকমাধ্যম থেকে গুজব ছড়ানো হয়েছে। যেটা বরাবরই শিল্পীদের ক্ষেত্রে হয়।
আপনারা জানেন, এর আগে নায়ক রাজ্জাক, এ টি এম শামসুজ্জামান, মিশা ভাই, ডিপজল ভাই ও রুবেল ভাইয়ের মৃত্যু সংবাদ এভাবে ছড়ানো হয়েছে।’
শিল্পীরা এমন খবরে বিব্রত হয় ও শিল্পীদের পরিবারের সদস্যদের মনে নেতিবাচক প্রভাব পড়ে, তাই শিল্পী সমিতি এবার আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে। এমনটাই উল্লেখ করে জয় চৌধুরী বলেন, ‘কদিন পর পর শিল্পীদের নিয়ে মৃত্যুর গুজব ছড়ানো হয়। এবার আমরা আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি। এরই মধ্যে বেশ কিছু ডকুমেন্ট আমরা জোগাড় করেছি।’
গুজব ছড়ানোর নেপথ্যের কারণ হলো কোনো ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ভিউ পাওয়ার জন্য এমন গুজব ছড়িয়ে থাকে বলে মনে করেন শিল্পী সমিতির এই নেতা।
১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে দুই দশক ধরে রিয়াজ ঢালিউডের জনপ্রিয় মুখ ছিলেন। ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এরপর অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।
২০২২ সালের ২৩ সেপ্টেম্বর রিয়াজের অভিনীত সর্বশেষ সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পায়। তারপর থেকে নতুন কোনো কাজে দেখা মেলেনি।
শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের আগে রিয়াজ সক্রিয়ভাবে আওয়ামী লীগের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাকে বেশ কয়েকবার শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে দেখা গেছে। তাই ৫ আগস্টের পর থেকে তিনি অগোচরে রয়েছেন।