মঙ্গলবার, ০৮ মার্চ, ২০১৬, ১০:৫৯:০৬

১৫ বছর বয়সে রণবীরের প্রেমিকা ছিনতাই করেন ইমরান খান!

১৫ বছর বয়সে রণবীরের প্রেমিকা ছিনতাই করেন ইমরান খান!

বিনোদন ডেস্ক : বলিউডের ভরসার জায়গা কাপুর খানদানের নবীন প্রজন্ম রণবীর কাপুর। বলিউডের হার্টথ্রব হয়েও জানেন কি এখনো মায়ের কাছ থেকে পকেটমানি নেন রণবীর। এমনই সব বিষয় সম্পর্কে রণবীরকে নিয়ে কিছু অজানা তথ্য।

দাদু রাজ কাপুরের সঙ্গে নামে মিল আছে রণবীরের। রাজ কাপুরের আসল নাম ছিল রণবীর।

কাপূর খানদানের অন্যদের মতোই খুবই ফুডি রণবীর। মায়ের হাতে রান্না খেতে খুবই ভালবাসেন তিনি।

মা নীতু কপূরকে পর্দায় রোম্যান্স করতে দেখে খুবই লজ্জা পেত ছোট্ট রণবীর।

এক কথায় মাম্মাজ বয় রণবীর। এত বয়সেও মায়ের কাছ থেকে পকেট মানি নিয়ে থাকেন রণবীর।

রণবীর খুবই আবেগপ্রবণ। দুঃখ পেলে এখনো প্রকাশ্যে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেলেন তিনি।

রণবীরের চাইল্ডহুড ক্রাশ কে ছিল জানেন? অবন্তিকা মালিক। যিনি বর্তমানে অভিনেতা ইমরান খানের স্ত্রী। মাত্র ১৫ বছর বয়সেই রণবীরের প্রেমিকা ছিনতাই করেন ইমরান খান।

নাসাল ডেভিয়েটেড সেপ্টাম নামে একটি রোগে ভুগছেন রণবীর। গুরুগম্ভীর রোগের নাম শুনেই ভয় পাবেন না। এই রোগের কারণে খুবই তাড়াতাড়ি খান এবং কথা বলেন রণবীর।
০৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে