শনিবার, ১২ মার্চ, ২০১৬, ০৯:১৩:০৭

কোহলির সাথে কে এই বিদেশিনী, কি করবেন আনুশকা?

কোহলির সাথে কে এই বিদেশিনী, কি করবেন আনুশকা?

বিনোদন ডেস্ক : অানুশকার সঙ্গে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সম্পর্কের টানাপোড়েন নিয়ে কম আলোচনা চলছে না। আগের মতোই টি-২০ বিশ্বকাপে মাঠে এসে অানুশকা-বিরাটের খেলা দেখবেন কি না, তাও কারো জানা নেই। তবে মাঠে না এলেও এক বিদেশিনী কিন্তু বিরাটের ব্যাটিংয়ের দিকে চোখ রাখবেনই। সুযোগ পেলে হয়তো মাঠেও যাবেন তিনি।

ইতিমধ্যেই কোহলিকে বিয়ের প্রস্তাব দিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন এই নারী। তিনি ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের সদস্য ড্যানিয়েল ওয়াট অনেকদিন ধরেই কোহলিতে মজে রয়েছেন তিনি। ২০১২ সালে বাংলাদেশে টি-২০ বিশ্বকাপ চলাকালীন সোশ্যাল মিডিয়ায় বিরাটকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এই মহিলা ক্রিকেটার।

আর এই প্রস্তাবের বিষয়টি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল ভক্ত মহলে। টি-২০ বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড দলের সঙ্গে এই মুহূর্তে ভারতে রয়েছেন ড্যানিয়েল। আপাতত তিনি চেন্নাইতে, আর বিরাট ভারতীয় দলের সঙ্গে কলকাতায়। ২০১৪ সালে ভারতীয় দলের ইংল্যান্ড সফরের সময়ে অবশ্য বিরাটের সঙ্গে দেখাও হয়েছিল এই সুন্দরী ক্রিকেটারের। বিরাটের সঙ্গে তোলা ছবি ট্যুইটও করেছিলেন তিনি।

কিন্তু এবার দু’জনের দেখা হবে কি? তা হয়তো সময়ই বলে দেবে। যদিও বিষয়টি যথেষ্ট স্পর্শকাতর বুঝেই কোহলিকে এখন আর সং‌বাদমাধ্যমে কিছু বলতে চাইছেন না ড্যানিয়েল।

মুখে যাই বলুন না কেন, বিরাটের দেশে এসে বিরাটকে কি আর একেবারে ভুলে থাকতে পারবেন ড্যানিয়েল! আর বিরাটের সঙ্গে মনকষাকষির এমন সময়ে এই বিদেশিনীর ভারতে আগমন কি অানুশকাকে খুব একটা স্বস্তি দেবে?
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে