মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬, ১১:৪৮:৫৩

নাদর সেজে এ আবার কোন মীর?

নাদর সেজে এ আবার কোন মীর?

বিনোদন ডেস্ক : মিরাক্কেলের মীর এর আগেও বহু প্রতিভার প্রকাশ ঘটিয়েছেন। মিরাক্কেলের মাধেমেই তার জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে। সেই মীরকে নিয়ে একের পর এক শোনা গিয়েছে নানা অালোচনা। এবারো তার বেতিক্রম কিছু ঘটলোনা। নারদ নিউজের ভরাবাজারে একেবারে নারদ সাজেই নিজেকে সাজিয়ে ময়দানে নেমেছেন মীর।

নিজের ফেসবুক পেজে মীর এই ছবি আপলোড করেছেন। বোঝাই যাচ্ছে ছবির টাইমিংটা কোহলির অফ ড্রাইভের মত একেবারে পিকচার পারফেক্ট হয়েছে। অনেকে বলছেন, এটা নাকি মিরাক্কেলের শ্যুটিংয়ের ছবি। নারদ নিউজের স্টিং অপারেশনের মতই এ খবরটারও সত্যতা যাচাই করা হয়নি।

তবে যা আপলোড করা হয়েছে, সেটাকে একটু বেঁকিয়ে মানের কথা আপনাদের বললাম। বাকিটা আপনি বুঝে নিন। সাধে কি বলে মীরের আক্কেল জ্ঞানটা বেশি বলেই মীরাক্কেলটা এত ফাটিয়ে চলে।
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে