বিনোদন ডেস্ক : আফ্রিদির সাথে বন্ধুত্বের খোলস ছেড়েছে অনেকদিন আগেই। এবার বন্ধুত্বের বাহিরে রয়েছে নতুন চমক। সম্প্রতি ভারতীয় মডেল আরশি জানালেন আফ্রিদি সন্তানের মা হতে চলেছেন তিনি।
'ভারতের ভূপালের জামাই হতে চলেছেন পাকিস্তান অধিনায়ক আফ্রিদি। সময় আর মাত্র ছয় মাস। তারপরই আমি আফ্রিদির সন্তানের জন্ম দিতে চলেছি' এমনটাই বললেন ভারতীয় এই সুন্দরী। মাঠের পাশাপাশি টি-২০ বিশ্বকাপের ঝড় উঠেছে আফ্রিদির ব্যক্তিগত জীবনেও।
পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদির সঙ্গে আরশির সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল নানা মহলে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দিলেন আরশি। জানিয়ে দিলেন 'কাজের জন্য তারা একসঙ্গে থাকতে পারেন না ঠিকই। কিন্তু একে অপরের প্রতি ভালবাসা রয়েছে ষোলআনা। প্রমাণ আজ তার গর্ভে আফ্রিদির সন্তান’।
তবে যারা একথা বিশ্বাস করতে চাইছেন না, তাদের দিকে ‘ছয় মাসের চ্যালেঞ্জ’ ছুড়ে দিয়েছেন আরশি। সেই সঙ্গে কাল সাংবাদ সম্মেলোনে পাকিস্তান অধিনায়ক আফ্রিদির কথা 'ভারত থেকে আমি অনেক ভালবাসা পেয়েছি। যে ভালবাসা পাকিস্তানেও পাইনি' তুলে তিনি বলেন ভারতের ভালবাসা বলতে এখানে আফ্রিদি আরশির ভালবাসা বুঝিয়েছেন।
১৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই