বিনোদন ডেস্ক : সংগীতা বিজলানী থেকে শুরু করে ঐশ্বরিয়া, ক্যাটরিনা কাইফসহ এ পর্যন্ত কম করে হলেও ২৫ নারী এসেছে সালমান খানের জীবনে। তারপরও এই ৫০ বছর বয়সেও তিনি ব্যাচলর!
এর কারণ, কারো সাথেই তিনি ঘর বাঁধতে পারেন নি। অর্থাৎ তাহার আসিয়াছিলেন আবার চলিয়াও গিয়াছেন। আর তাই সম্ভবত সব থেকে বেশি ছ্যাঁকা তিনিই খেয়েছেন। এবারও নাকি এই সুপারস্টার ছ্যাঁকা খাচ্ছেন! তাহলে কে দিচ্ছেন এবার তাকে ছ্যাঁকা?
জানা গেছে, গত দুবছর ধরে রোমানিয়ান সুন্দরী লুলিয়ার সঙ্গে প্রেমের খবর গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়ে আসছে। সে খবর সাম্প্রতিক সময়ে গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম এমনকি সর্বত্র আরও বেশি জোরদার হয়। বলিউডের টক অব দ্য টাউনে পরিণত হয় সালমান-লুলিয়ার প্রেমের সম্পর্ক।
কিন্তু প্রেম করেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ৫০ বছর বয়সী এ অভিনেতাকে। বিয়ে এবারও হচ্ছে না। কেন জানেন? লুলিয়ার সঙ্গে সালমানের বোঝাপড়াটা ভালো। সম্প্রতি নাকি লুলিয়াও সালমান খানকে বিয়ে করতে আগ্রহী না! এমন খবর এখন হাওয়া ভাসছে।
তবে অন্যত্র আবার খবর রটেছে, লুলিয়া নাকি হঠাৎ করেই রেগে যান। যা সালমানের মোটেও পছন্দ নয়। একজন শান্তশিষ্ট মানুষের সঙ্গ চান সালমান। যেহেতু লুলিয়ার মধ্যে সে গুণটা নেই তাই বিয়ে তার সঙ্গে হচ্ছে না।
অবশ্য সমালোচকরা বলছেন ভিন্ন কথা। এসব কথা নাকি সালমানের নিছকই অজুহাত। তিনি ব্যাচেলরহুড নষ্ট করতে চান না বলেই প্রেম করে সময় কাটাচ্ছেন দাবি সমালোচকদের।
আবার কেউ কেউ বলছেন, লুলিয়াই নাকি সালমানকে বিয়ে করতে আগ্রহী নন! অর্থাৎ সালমানকে লুলিয়াও নাকি ছ্যাঁকা দিতে চলেছেন। আসলে সত্যিটা তবে কি? তার জানতে হলে আর কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি