মুহাম্মদ মুনির হাসান: জনপ্রিয় কন্ঠ শিল্পি রুমানা অাক্তার ইতি গুরুতর অসুস্থ।লিভারে ছিদ্র জনিত কারনে দীর্ঘ দিন চিকিৎসার পরেও সমস্যার সমাধান না হওয়ায় অবশেষে হাসপাতালের বেডে অাজ ৫দিন যাবৎ কঠিন যন্ত্রনায় কাতরাচ্ছেন তিনি। লিভারের সমস্যা শুধু অাজকের নয়, ছোটবেলা থেকে এই সমস্যা ছিল বলে তার বড় ভাই মোহাম্মদ অাবদুল বারি MTnews24.com কে জানায়। তিনি বর্তমানে রাজধানীর রাজা বাজারের, পান্থপথ গ্যাস্ট্রো লিভার হাসপাতালে এই মুহুত্বে অাই সি ইউতে চিকিৎসাধীন অবস্থায় অাছে বলে বিভিন্ন সুত্র মতে জানা যায়।এর অাগে ভারতের বিখ্যাত এ্যাপোলো হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসা করা হয় তার,পরে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে দেশে ফিরে অানা হয়।দেশে ফিরে কিছু দিন ভাল কাটলেও সপ্তাহ খানেক অাগে হঠাৎ করেই তার মাত্রাতিরিক্ত ব্লেডিং হতে থাকে। অবস্থার অবনতি দেখে প্রথমে তাকে ঢাকা মেডিক্যালের গ্যাস্ট্রোলজি বিভাগে ভর্তি করা হয়। পরে অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে তাকে রিলিজ দেওয়া হয়।বর্তমানে এখন তিনি গ্যাস্ট্রো লিভার হাসপাতালে শয্যাশায়ীত অবস্থায় অাছেন। রুমানার একান্ত পরিচিত সংগীত শিল্পি ইফতেখারুল লেলিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ খবর নিশ্চিৎ করেন। এছাড়াও পরে গীতিকার জীবন বড়ুয়ার সাথে কথা বলে জানা যায় তারা রুমানার জন্য সকল বন্ধু,পরিচিত ব্যাক্তিত্ব ও সংগীত জগতের বিশিষ্ট জনেদের নিয়ে ইতি মধ্যে একটি চ্যারিটেবল ট্রাষ্ট গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন বলেন MTnews24.com এর প্রতিনিধি কে অবহিত করেন। এছাড়াও রুমানার বড় ভাই মোহাম্মদ অাবদুল বারি জানান প্রথম অবস্থায় প্রচুর রক্তের প্রয়োজন হলেও তা সংগ্রহ করতে তেমন কোন কষ্ট করতে হয়নি, কিন্তু অার্থিক ভাবে সাহায্য নয় বরং সহযোগিতা পেলে হয়ত অাবারো তার(রুমানা অাক্তার ইতি) কন্ঠে বেঁজে উঠবে সুমধুর সুর,নয়ত অকালেই ঝড়ে যেতে পারে অল্প বয়সী তরুনি জনপ্রিয় এই কন্ঠ শিল্পি। এজন্য সকল সংগীত প্রেমী ভক্ত ও তার সহকর্মীদের পক্ষ থেকে তার প্রতি দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তার বড় ভাই।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪//এইচএস/কেএস