শনিবার, ১৯ মার্চ, ২০১৬, ০২:১৩:২৫

সাবেক প্রেমিকের বাড়িতে দীপিকার দুই ঘন্টা! সরগরম বলিউড

সাবেক প্রেমিকের বাড়িতে দীপিকার দুই ঘন্টা! সরগরম বলিউড

বিনোদন ডেস্ক : বলিউড সরগরম এখন হৃত্বিক আর কঙ্গনাকে নিয়ে। তবে এরমধ্যে যুক্ত হলো রণবীর কাপুর আর দীপিকা পাডুকোন। হৃত্বিক-কঙ্গনার পাশাপাশি এখন রণবীর ও দীপিকাকে নিয়ে চলছে নানা গুঞ্জন।

সূত্র বলছে, হলিউডের ‘ট্রিপল এক্স’ ছবির শুটিং রেখে কানাডা থেকে মুম্বাই উড়ে আসেন দীপিকা। আর এখানে এসেই তিনি সোজা চলে যান তার সাবেক প্রেমিক রণবীর কাপুরের বাড়ি। সেখানে এই যুগল এক সাথে কাটিয়েছেন দীর্ঘ দুই ঘন্টা! আর এ নিয়েই চলছে জল্পনা।

জানা গেছে, শ্রীলঙ্কায় এক বন্ধুর বিয়েতে যাওয়ার উদ্দেশে ‘ট্রিপল এক্স’ ছবির শুটিং থেকে বিরতি নিয়েছেন বলিউডের পিকু। এ জন্য গত ১৮ মার্চ কানাডা থেকে মুম্বাইতে এসে পৌঁছান তিনি।

ধারণা করা হয়েছিল, এসেই হয়তো আগে বন্ধুর বিয়েতে যাবেন দীপিকা। কিন্তু না সন্ধ্যা হতেই ছুটলেন রণবীরের বাড়িতে। রণবীরের ছাদে প্রায় দুঘণ্টা খোশ মেজাজে গল্পে মেতে থাকতে দেখা গেছে এই দুই তারকাকে।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে