বিনোদন ডেস্ক : ব্যাং ব্যাং-এর শুটিং-এর সময় নাকি ক্যাটরিনার সঙ্গে ঘনিষ্ঠতা হয় ঋত্বিকের, আর তার কারণেই নাকি দূরে সরে যান বলিউড ''কুইন'' ২০১৪ সালেই নাকি কঙ্গনাকে ‘প্রপোজ’ করেছিলেন ঋত্বিক রোশন l আর ওই সালেই ঋত্বিকের সঙ্গেই বিচ্ছেদ হয়েছিল সুজান খানের l শোনা যায়, পরবর্তীকালে অন্য আর এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কারণেই নাকি কঙ্গনাকে পাশ কাটাতে শুরু করেন রাকেশ রোশন পুত্র l সম্প্রতি, একটি সংবাদপত্রের মাধ্যমে এমনই একটি খবর প্রকাশ হয়েছে।
বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু, বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরে জানা গেছে, প্যারিসে গিয়েই নাকি কঙ্গনার সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন ঋত্বিক! আর এখানেই উঠছে প্রশ্নl কঙ্গনার সঙ্গে সম্পর্কের কারণেই কি শেষ পর্যন্ত সুজানের সঙ্গে বিয়েটা ভেঙে গিয়েছিল ঋত্বিকের? বাগদান পর্ব এবং দু’জনের ঘনিষ্ঠতা নিয়ে মুখ খোলেননি ঋত্বিক, কঙ্গনার কেউইl কিন্তু, ভালবাসার শহর প্যারিসে গিয়েই যে কঙ্গনাকে প্রপোজ করেছিলেন ঋত্বিকl বলিউড পাড়ায় এখন কান পাতলেই শোনা যাচ্ছে কানাঘুষাl
যদিও, ওই ঘটনার পর থেকে নাকি ঋত্বিক বা কঙ্গনা, কেউ কারো সঙ্গে আর কোনো সম্পর্কই রাখেননি l বিষয়টি নিয়ে মুখও খুলতে দেখা যায়নি কাউকেl কিন্তু, হঠাত করেই ঋত্বিককে 'এক্স' বলে সম্বোধন করেন কঙ্গনাl আর তাতেই বেজায় চোটে যান তিনিl প্রথমে কঙ্গনা ভুল বলছেন বলে এড়িয়ে যানl আর তারপর কঙ্গনাকে আইনি নোটিশ পাঠাবেন বলেও জানান ঋত্বিকl শুধু তাই নয়, কঙ্গনা নাকি ঋত্বিককে ১৪৩৯টি মেলও পাঠিয়েছেনl আর সেগুলি সবই নাকি ব্যক্তিগতl পাশপাশি, কঙ্গনার মানসিক স্থিতি ঠিক নেই বলেও কটাক্ষ করেন সুজান খানের সাবেক স্বামীl যা নিয়ে তুমুল জল্পনা চলছে এখন বি টাউনে l
বিশেষ একটি সূত্রে জানা যাচ্ছে, ব্যাং ব্যাং-এর শুটিং শুরু হওয়ার পর নাকি ক্যাটরিনা কাইফের সঙ্গে ঋত্ত্বিক-এর মেলামেশা বেড়ে যায় l আর ওই সময় নিউ ইয়র্কে ছুটি কাটাচ্ছিলেন কঙ্গনাl কিন্তু, ক্যাটরিনার সঙ্গে শুটিং চলাকালীন ঋত্বিক নাকি নিজে থেকেই কঙ্গনার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেনl আর তারপর থেকে ঋত্বিকের সঙ্গে কঙ্গনার সম্পর্কের দুরত্ব সৃষ্টি হতে থাকে।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই