বিনোদন ডেস্ক : সানি লিওনকে হারিয়ে দর্শকদের বিচারে এখন তিনি এক নম্বরে। বহু পুরুষের ভালবাসার মানুষ। তিনি মিয়া খলিফা। কিন্তু জানেন কি মিয়া খলিফা কাকে ভালোবাসেন? এত দিনে সেই রহস্য শেয়ার করলেন তিনি।
স্পষ্ট জানালেন, তার ভালবাসার মানুষ ব্যাটম্যান। হুম ঠিকই পড়ছেন। এই ফিল্মি চরিত্রকেই নাকি মন দিয়েছেন মিয়া। সম্প্রতি টুইটে এ কথা জানিয়েছেন মিয়া নিজেই। ব্যাটম্যানের প্রতি ভালবাসার জন্যই নিজের হাতে ট্যাটুও করিয়েছেন। সুযোগ পেলেই ব্যাটম্যানের ছবি দেখা তার সেরা পাসটাইম।
তবে একথাও ঠিক, এত প্রেম বদলে যেতে পারে ক’দিন পরেই। কারণ একই সঙ্গে মিয়ার দাবি, ফুটবলের অন্ধ ভক্ত তিনি। তাই কোনও ফুটবলারের প্রেমে পড়াও অসম্ভব নয়।
২০ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস