বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬, ০৩:৫২:২১

অবশেষে কারিনার গোপন কথা ফাঁস!

অবশেষে কারিনার গোপন কথা ফাঁস!

বিনোদন ডেস্ক : হোলিতে মেতেছিলো পুরো বলিউড। কিন্তু কারিনা! তিনি কেন হোলি খেলেলেন না? অবশ্য কয়েকদিন আগে তিনি জানিয়েছিলেন নতুন ছবি ‘কি অ্যান্ড কা’-র প্রচারে ব্যস্ত থাকার কারণেই তিনি এ বছর হোলি খেলতে পারবেন না।

না এটা মূল কারণ নয়। কারণটা ভিন্ন দিকে। মূল ঘটনা হলো কারিনা নাকি কোনও বছরই হোলি খেলেন না। আর কেন? সে কারণটাও তিনি নিজেই ফাঁস করেছেন।

শুধু সেলিব্রিটিরাই নন, আর পাঁচজন সাধারণ মহিলার মতোই নিজের চুলের যত্নের বিষয়ে কোনও আপস করতে নারাজ কারিনা। তার সরল স্বীকারোক্তি, হোলির রংয়ে চুল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা খেকেই তিনি কোনও বছরই হোলি খেলেন না।

তবে শুধু করিনাই নন, তার নতুন ছবির নায়ক অর্জুন কাপুরও নাকি হোলির রং সহ্য না হওয়ার জন্য রং খেলেন না। এমনিতে নতুন এই ছবি ‘কি অ্যান্ড কা’-তে কারিনা-অর্জুনের কেমিস্ট্রি নিয়ে ছবি মুক্তির আগেই যথেষ্ট চর্চা চলছে। আরও একটি বিষয়ে অর্জুনের সঙ্গে কারিনার মিল পাওয়া গেল!
২৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে