বিনোদন ডেস্ক : হোলি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগ দিতে সুরাতে গিয়েছিলেন সানি লিওন। অনুষ্ঠান শুরুর আগে পায়চারি করছিলেন। জানা গিয়েছে, তখনই এক সাংবাদিক তার সঙ্গে দেখা করেন।
অভিযোগ, এর পরেই ওই সাংবাদিক ‘অশালীন’ একটি প্রশ্ন করে বসেন সানিকে! এরপরই সানি কষে চড় বসান তার গালে। তা কি এমন প্রশ্ন করেছিলেন ওই সাংবাদিক?
জানা গেছে ওই সাংবাদিক নাকি সানি লিওনকে প্রশ্ন করে বলেন, ‘আপনি তো আগে একজন বিতর্কিত তারকা ছিলেন। এখন বলিউড তারকা। আপনি এখন কত টাকা নিচ্ছেন?’
প্রথমে এই প্রশ্নে সানি খানিকটা হকচকিয়ে যান। এরপর তিনি আবার সাংবাদিককে উল্টো বলেন, ‘কী বললেন? আর একবার বলুন।’ এরপরই নাকি ওই সাংবাদিক আবার বলেন, ‘রাতের প্রোগ্রামে আপনি এখন কত করে নিচ্ছেন?’
শোনা যাচ্ছে সাংবাদিকে মুখের কথা শেষ হতে না হতেই মুহূর্তের মধ্যেই সাংবাদিকের গালে কষে চড় বসান সানি! সানি তাকে চড় কষিয়ে হনহন করে হেঁটে চলে যান।
এদিকে যে হোটেলে সানি উঠেছিলেন, তার কর্মীরা নাকি এই ঘটনার প্রত্যক্ষদর্শী। তবে সানি যে একজন পেশাদার, তার প্রমাণ মিলেছে মিনিট পনেরোর মধ্যেই। নির্ধারিত সময়েই তিনি অনুষ্ঠানো পৌঁছন এবং পারফর্ম করেন।
২৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন