বিনোদন ডেস্ক : সম্ভবত হার্দিক পান্ডিয়াকে অন্তত সহসা ভুলতে পারবে না বাংলাদেশ। কেন না, ১৬ কোটি বাঙালির স্বপ্নকে সেদিন এই পান্ডিয়াই ভেঙে চুরমার করে দিয়ে জিতে নিয়েছিলেন কোটি কোটি ভারতীয়দের হৃদয়। তবে জানেন কি, এই পান্ডিয়ার হৃদয় কে জয় করে নিয়েছেন? কাকে নিয়ে মগ্ন আছেন পান্ডিয়া?
জানা গেছে, পান্ডিয়া এখন দারুণভাবে মজে আছেন কলকাতার মডেল গার্ল লিজা শর্মার প্রেমে। আপতত পান্ডিয়ার মনের নোঙর লিজার বন্দরেই করেছেন।
জানা গেছে, গত ১ বছর ধরে নাকি লিজার সঙ্গে ‘ডেট’ করছেন পান্ডিয়া। নাইট ক্লাব থেকে শুরু করে তাজ বেঙ্গল সহ শহরের একধিক স্থানেও বেশ কয়েকবার একসঙ্গে দেখা গিয়েছে পান্ডিয়া এবং লিজাকে।
এ বিষয় লিজাকে প্রশ্ন করা হলে, সরাসরি কিছু না বললেও, তিনি পান্ডিয়ার বেশ প্রসংশাই করেছেন। সারসরি, সম্পর্কের কথা স্বীকার না করলেও, তারা যে বেশ ভাল বন্ধু, সে কথা স্পস্টভাবেই জানিয়েছেন লিজা। পাশপাশি, ইন্সটাগ্রামে সম্প্রতি একটি ফটো পোস্ট করেছেন ওই মডেল। যেখানে, পান্ডিয়ার সঙ্গে দেখা গিয়েছে লিজাকে। আর সেই ছবি নিয়েই এবার নতুন করে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে।
শুধু তাই নয়, ভারত-বাংলাদেশ ম্যাচের শেষ ওভারে যখন চিন্তায় সবার মুখগুলো ছোট হয়ে গিয়েছিল, তখনও পান্ডিয়া কী করে মুখে হাসি নিয়ে বল করতে যাচ্ছিলেন? ১৯ মার্চের ম্যাচের পর পান্ডিয়াকে এমন প্রশ্নও করেছিলেন লিজা। এবং, বান্ধবীর সেই প্রশ্নের উত্তরও বেশ হাসিহাসি মুখেই পান্ডিয়া দিয়েছিলেন বলেও জানিয়েছেন কলকাতার ওই মডেল।
২৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন