মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০১:২৯:৪৭

আসল বউয়ের কাছ থেকে কি উপহার পেলেন আজহারউদ্দিনের নকল বউ?

আসল বউয়ের কাছ থেকে কি উপহার পেলেন আজহারউদ্দিনের নকল বউ?

বিনোদন ডেস্ক : আজহারউদ্দিনের প্রথম স্ত্রী নওরিনের কাছ থেকে একটি মুক্তার নেকলেস উপহার পেয়েছেন প্রাচী দেশাই। ক্রিকেটার আজহারউদ্দিনের বায়োপিক ‘আজহার’এ অভিনয় করছেন প্রাচী।

আজহারের চরিত্রে রয়েছেন ইমরান হাশমি এবং আজহারের প্রথম স্ত্রীয়ের ভূমিকায় প্রাচী। নওরিন নেকলেসটা আজহারের ঠাকুমার কাছ থেকে পেয়েছিলেন। সেটাই এখন প্রাচীর হাতে!

ছবিতে এক দৃশ্যে তিনি নেকলেসটা পরেছেনও। এমনিতে প্রাচীর অ্যান্টিক গয়নার শখ রয়েছে। তাই এমন পুরনো একটা নেকলেস পেয়ে স্বভাবতই খুশি অভিনেত্রী।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে