বিনোদন ডেস্ক : বলিউডজুড়ে আবারো সমালোচিত হলেন বিতর্কিত মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। এবার তিনি বিরাট কোহলিকে সিক্রেট ছবি পোষ্ট করে এই বিতর্কের জন্ম দিয়েছেন।
পুনম টুইটারে সে ছবি পোষ্ট করে দারুণ বোমা ফাটিয়েছেন। হ্যাঁ বোমাই বটে! নিজেরই দুটো ছবি পোস্ট করেছেন পুনম। প্রথমটি পুরো ভারতীয় ক্রিকেট টিমের জন্য। আর একটি আলাদা করে বিরাট কোহলির জন্য।
সূত্র বলছে, অস্ট্রেলিয়াকে নক আউট করার পর বিরাটকে নিজের ওই সিক্রেট ছবি উপহার হিসেবে দিয়েছেন পুনম।
এদিকে বলিউডের একটি অংশ বলছেন, প্রচারের আলোয় আসতে বেশিরভাগ সময়ই বিভিন্ন ছলাকলার আশ্রয় নেন পুনম। তাই বলিউডের ‘পাবলিসিটি কুইন’দের তালিকায় তার নাম থাকে প্রথম সারিতেই। আর তাই এই ছবি পোস্ট করে ফের শিরোনামে এসেছেন তিনি।
প্রথম ছবিটিতে তিনি লিখেছেন, ‘টিম ইন্ডিয়া আমার স্টাইলে তোমাদের একটা গিফট দিলাম’। আর দ্বিতীয় ছবিতে তাঁর ক্যাপশন, ‘বিরাট এটা শুধু তোমার জন্য।’
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন