বিনোদন ডেস্ক : অনেকেরই কৌতহূল সানি লিওন ঘণ্টায় কত রোজগার করেন! সম্প্রতি এমনই এক প্রশ্ন করে সানির হাতে চড়ও খেয়েছিলেন এক সাংবাদিক। যদি চড় দেয়ার ঘটনাটি অস্বীকার করেছেন লিওন। তারপর জানার ইচ্ছেটা অনেকেরই ঘণ্টায় কত করে নিচ্ছেন সানি লিওন?
বিতর্কিত জগত ছেড়ে অনেক আগেই বলিউড ছবিতে এন্ট্রি নিয়েছেন সমালোচিত এই তারকা অভিনেত্রী। ‘জিসম ২’ বা ‘রাগিণি এমএমএস-২’ এর মতো দুঃসাহসী ছবিতে অভিনয় করে বলিউডে নিজের জায়গাটা পাকা করে নিয়েছেন তিনি।
কিন্তু এখন পর্যন্ত তার কাজ করা হয়নি জনপ্রিয় কোনো নায়কের সাথে। তবে সম্প্রতি সে আক্ষেপটাও গুচেছে শাহরুখ খানের সাথে একই ছবিতে কাজ করে। তবে আপনি কিন্তু আঁতকে উঠবেন তিনি এক ঘণ্টায় কত রোজগার করেন জানলে।
জানা গেছে, বিতর্কিত সানি লিওন এক ঘণ্টা কোনো কনসার্ট বা লাইভ শোতে ভারতীয় টাকায় ১৬ কোটি ৫০ লাখ টাকা করে নিয়ে থাকেন। এর থেকে কম হলে তিনি কোন কনসার্টে আসেন না।
তাহলে কি এমন থাকে ওই এক ঘণ্টার শোয়ে? এমন প্রশ্নে উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, এই এক ঘণ্টার শোয়ে থাকে চার থেকে পাঁচটা গানের সঙ্গে নাচা, আর দর্শকদের সঙ্গে কথা বলা।
যদিও লাইভ কনসার্টের জন্য সানিকে রাজি করাতে ঘাম ছুটে যায়। কারণ সানির লক্ষ্য আরো বেশি সংখ্যাক বলিউড সিনেমায় অভিনয় করা। শোনা যাচ্ছে আগামী বছর সানির বলিউডে চার থেকে পাঁচটা সিনেমা মুক্তি পাবে।
৩০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন