বিনোদন ডেস্ক : আনুশকা শর্মার কাছ থেকে বিরাট কোহলি সব সময় নেতিবাচক মানসিকতা পেয়েছেন। তাই, আনুশকাকে নিয়ে যারা অযথা সমালোচনা করছেন, ‘এবার তাদের লজ্জা হওয়া উচিত’, সম্প্রতি, বিরাটের এমনই একটি টুইট নিয়ে সমালোচনা শুরু হয়।
আসলে এমন করে আনুশকাকে কাছেই পেতে চাচ্ছেন বিরাট। মন যোগাতে চাচ্ছেন তার। তবে বিরাট যতই চেষ্টা করুন না কেন, আনুশকা কিন্তু আর বিরাটের কাছে ফিরতে চাইছেন না। অবাক লাগছে শুনতে? ভাবছেন তো, এখন যিনি দেশের হার্টথ্রব, তার প্রতি আনুশকার অনীহা কেন?
একটি সূত্র বলছে, ‘সুলতান’ এবং ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর শুটিং নিয়ে এখন বেজায় ব্যস্ত আনুশকা। তাই বিরাট এখন কী বললেন আর না বললেন, তাই নিয়ে মাথা ব্যথা নেই তার।
আবার অন্য আর একটি সূত্র বলছে, ব্রেক আপের পর কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন আনুশকা। কিন্তু, সে বিষয়ে কাউকে কোনও কথা বলেননি।
এমনকি, সংবাদ মাধ্যমের সামনেও মুখে কুলুপ এটে ছিলেন। বিরাট আর মন ভেঙে দিয়েছেন। তাই নতুন করে আর ওই সম্পর্কে জড়াতে কিছুতেই রাজি নন ‘এনএইচ ১০’-এর অভিনেত্রী। তাই, বিরাট যত চেষ্টাই করুন না কেন, আনুশকা কিন্তু বেশ রেগেই আছেন।
সবই ঠিক আছে, কিন্তু, প্রশ্ন হল, আনুশকা যদি প্যাচ আপ না-ই করেন, তাহলে এশিয়া কাপের পর বিরাটকে ফোন কেন করলেন? শুধু তাই নয়, বিশেষ একটি সূত্র থেকে জানা যায়, সম্প্রতি আনুশকা নাকি শুটিং থেকে সময় বের করে বিরাটের সঙ্গে দেখা করেছেন। তাহলে, দু’জনের মন যখন আর কাছাকাছি আসবেই না, তখন এগুলোর প্রয়োজন কী ছিল?
৩১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন