বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬, ০২:১৮:১৭

জানেন কি, গেইলকে কি অনুরোধ করেছেন অমিতাভ?

জানেন কি, গেইলকে কি অনুরোধ করেছেন অমিতাভ?

বিনোদন ডেস্ক : অমিতাভের দারুণ ভক্ত বিম্বের সবচেয়ে ভয়ঙ্কর আর বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিকেটার ক্রিস গেইল। এ কথা বেশ ক’বারই গেই স্বীবারও করেছেন। সম্প্রতি গভীর রাতে অমিতাভের বাড়িতে গিয়েছিলেন এই গেইল। সাক্ষাৎ করেছেন তারা। আর সেই সাক্ষাৎই গেইলকে বিশেষ একটা অনুরোধ করেছেন অমিতাভ বচ্চন। জানেন কি, কি অনুরোধ করেচেন অমিতাভ?

আজ টি-২০ বিশ্বকাপে আজ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিস। তাই গেইলকে নিয়ে কিছুটা ভয়ে আছেন ভারতীয়রা। কেন না, গেইল এমনই একজন যে, যে কোন সময় জ্বলে উঠেন। আর তার দানবীয় ব্যাটিং তাণ্ডবও দেখে বিশ্ব। সে জন্য ভয় না পেয়ে উপায় আছে কি? আর অমিতাভও খুব দিঃশ্চিন্তায় আছেন তার ভক্ত গেইলকে নিয়ে।

শোনা গিয়েছে, অমিতাভাবের সাথে গেইল যখন দেখা করতে গিয়েছিলেন, তখন নাকি অমিতাভ গেইলের কাছে অনুরোধ রখে বলেছেন আজকের ভারতের বিপক্ষে যেন সে বিধ্বংসী না হোন।

হ্যাঁ। ব্যাটিং দানব ক্রিসে গেইলকে ভারতীয়রা প্রচন্ড ভালোবাসেন সত্য, কিন্তু আজ সমস্ত ভারতীয়রা চাইছেন যে অন্যদিনের মত ক্রিস গেইল যাতে বিধ্বংসী হয়ে না উঠেন!

আজকে যে দল জিতবে সেই ইংল্যান্ডের বিরুদ্ধে লড়বে চ্যাম্পিয়নের ট্রফির জন্য। আর আজকে মুখোমুখি ক্রিস গেইলের ওয়েস্ট ইন্ডিস এবং মাহেন্দ্র সিং ধোনির টিম ভারত! আর এই জন্যই ভারতীয়রা মারকুটে গেইলকে ভালোবাসলেও অন্তত আজকে চাইছেন না যে গেইল তার স্বরূপে ফিরুক! আর তাই গেইলকে আজকে ভারতের বিপক্ষে যাতে বিধ্বংসী না হয়ে উঠেন সেজন্য তাকে অনুরোধও করেছেন অমিতাভ বচ্চন!
৩১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে