বিনোদন ডেস্ক : 'মর কে ভি মুহ না মোরনা তুজসে' ‘মৃত্যুর পরও তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেব না’। এটাই ছিল প্রত্যুষার শেষ হোয়াটস অ্যাপ স্টেটাস। যে মানুষটার থেকে এক মুহূর্তও মুখ ফিরিয়ে থাকতে চাননি তিনি, আর সেই মানুষটার ওপর অভিমান করেই অবশেষে চলে যেতে হল 'বালিকা বধূ'র আনন্দীকে।
২ মাস আগে পর্যন্তও প্রত্যুষা আর রাহুলকে 'হ্যাপি কাপল' হিসেবেই দেখেছিল পরিচিত মহলের সবাই। প্রত্যুষা বলেছিলেন, সোনি টিভির রিয়ালিটি শো 'পাওয়ার কাপল' আরো শক্তিশালী করে দিয়েছিল তাদের বন্ধন। তাই সেই মঞ্চ থেকেই সবাইকে বিয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রন আজ আমন্ত্রনই রয়ে গেল। বিয়েটা আর হল না এই জুটির।
কিন্তু কী এমন হল যে, যার সঙ্গে সারাজীবন একসঙ্গে থাকতে চেয়েছিলেন প্রত্যুষা, তাকে চিরতরে ছেড়ে চলে গেলেন? শোনা যাচ্ছে প্রত্যুষার এই পরিণতির জন্য দায়ী তার প্রেমিক রাহুল রাজ। রাহুল নাকি লোক জনের সামনে শপিং মলে দাঁড়িয়ে সপাটে চড় মেরেছিলেন প্রত্যুষাকে। সেই 'আঘাত' সহ্য করতে না পেরেই কি তবে আত্মহত্যার সিদ্ধান্ত?
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই