শুক্রবার, ০৮ এপ্রিল, ২০১৬, ১১:৫৬:২৫

সম্পর্কে ভাঙন, পিটের কাছে পিতৃত্বের পরীক্ষা চাইলেন অ্যাঞ্জেলিনা!

সম্পর্কে ভাঙন, পিটের কাছে পিতৃত্বের পরীক্ষা চাইলেন অ্যাঞ্জেলিনা!

বিনোদন ডেস্ক : সতীত্ব প্রমাণ করতে সেযুগে সীতাকে দিতে হয়েছিল অগ্নিপরীক্ষা। এযুগে যেন সেই নদীর স্রোতই বইছে উল্টো ধারায়। পিতৃত্বের পরীক্ষা দিতে হবে ব্র্যাড পিটকে! অভিনেত্রী মেলিশার দাবি তার সন্তান পিটের। এর সত্যতা জানতে ব্র্যাডের কাছে ‘DNA’ টেস্ট চাইলেন অ্যাঞ্জেলিনা।

বলিউড পাড়ার হওয়া লেগেছে এবার হলিউড পাড়ায়। জোর গুঞ্জন ছেদ পড়েছে পিট-অ্যাঞ্জেলিনা ভালবাসায়। তবে সম্পর্কের ঘুড়ির সুতা কাটা পড়াল দুটি কারণে। একটি নাম কারা। অন্যটি মেলিশা। জানা গিয়েছে, পিটের ফিল্ম কোম্পানির নতুন নায়িকা কারা সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে নায়কের। তাতেই নাকি ছিঁড়ছে সম্পর্কের সুতা।

অন্যদিকে গোঁদের উপর বিষ ফোঁড়া মেলিশা একটি টক শো-তে এসে বলেন, “পিটের সন্তানের জন্ম দিয়েছেন তিনি”। মেলিশার একথায় রেগে আগুন অ্যাঞ্জি। পিটেকে ডিএনএ টেস্ট করাতে বলেন নায়িকা।

যদিও মেলিশায় একথা অস্বীকার করেছেন পিট। সেই সঙ্গে তিনি বলেন, “মেলিশার সন্তান আমার নয়। তাই কোন রকম পরীক্ষা আমি দিতে পারব না”। যদিও নায়িকার সাফ কথা, “পিট টেস্ট না করালে আমি মেলিশার কাছে যাবে। আমার সমস্ত প্রশ্নের উত্তর তাকে দিতে হবে”।
৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে