শনিবার, ০৯ এপ্রিল, ২০১৬, ০৬:০৯:২২

‘বিরাট, আই লভ ইউ বেবি’ বললেন পাকিস্তানি সেই মডেল

‘বিরাট, আই লভ ইউ বেবি’ বললেন পাকিস্তানি সেই মডেল

বিনোদন ডেস্ক : পাকিস্তানের বিতর্কিত মডেল কান্দিল বালোচ কিছুতেই ভারতীয় ক্রিকেটারের পিছু ছাড়ছেন না। একের পর এক সে বিরাটকে নিয়ে কাণ্ড ঘটিয়েই চলেছেন। এবার সে কাণ্ডে তিনি যুক্ত করলেন নতুন আরেক বিতর্ক।

যদিও এর আগে বিরাট কোহলিকে তার ভালবাসার কথা জানিয়েছেন তিনি। এবার স্নান করতে করতে ফের বিরাটের জন্য ‘ভালোবাসার বার্তা’ দিয়েছেন। তিনি কান্দিল বালোচ। বিরাটকে প্রোপোজ করে এই মুহূর্তে তিনি শিরোনামে।

জানেন, স্নান করতে করতে কী বলেছেন কান্দিল? তার কথায়, ‘বিরাট, আই লভ ইউ বেবি। আমি তোমাকে মিস করছি। এসো আমার সঙ্গে জয়েন কর।’ কখনও গান গেয়ে, কখনও ইশারায় বিরাটকে এই মেসেজ দিয়েছেন তিনি। পোস্ট করেছেন স্নানের বেশ কয়েকটি ভিডিও।

সম্প্রতি টুইটারে বিরাটকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন কান্দিল। তিনি লিখেছিলেন, ‘বিরাট বেবি, আনুশকা শর্মাই কেন?...ফিলিং ইন লভ।’ সব মিলিয়ে বিরাটের প্রেমে মজলে কান্দিল। বিরাট কি শুনছেন?
৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে