শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬, ০৩:৩৪:২৭

দিলীপ কুমারের আসল নাম কি, জানেন?

দিলীপ কুমারের আসল নাম কি, জানেন?

বিনোদন ডেস্ক : ভারতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার হাসপাতালে ভর্তি হয়েছেন।  শ্বাস-প্রশ্বাস সমস্যার কারণে ১৬ এপ্রিল শনিবার মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন তিনি।

লীলাবতী হাসপাতালের চিকিৎসক জলিল পারকার বলেছেন, আমি ফোনে জানতে পারি তিনি অসুস্থ।  তার জ্বর ছিল, বেশ কয়েকবার বমিও করেছেন। নিউমোনিয়ায় ভুগছেন তিনি।  তার রক্তে শ্বেতকণিকার পরিমাণ বেড়ে গিয়েছিল।  তাকে হাসপাতালে ভর্তি করাটাই ভালো হয়েছে।

এর আগে এ অভিনেতার পারিবারিক সূত্র জানিয়েছিল, দিলীপ কুমারের অসুস্থতা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।

৯৩ বছর বয়সী ভারতের কিংবদন্তি এ অভিনেতার আসল নাম কি, জানেন? তার আসল নাম মোহাম্মদ ইউসুফ খান হলেও চলচ্চিত্রে এসে তিনি নাম নেন দিলীপ কুমার।  পরে এ নামেই তিনি প্রতিষ্ঠিত হন।  

ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘ ছয় যুগের ক্যারিয়ারে দিলীপ কুমার ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-ই-আজম’, ‘গঙ্গা-যমুনা’সহ অসংখ্য ছবিতে অসামান্য অভিনয়ে জনপ্রিয়তা পেয়েছেন।

‘বাবুল’, ‘আন্দাজ’, ‘দিদার’, ‘মেলা’ ছবিতে তার চরিত্র ও অভিনয়ের কারণে ‘ট্র্যাজেডি কিং’ হিসেবে প্রতিষ্ঠা পান তিনি।  ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে দিলীপ কুমারকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল।

২০১৫ সালে ভারতের  বেসামরিক সম্মাননা ‘পদ্মবিভূষণ’ পান দিলীপ কুমার। ১৯৯১ সালে দিলীপ কুমার পেয়েছিলেন ‘পদ্মভূষণ’ আর ভারতীয় চলচ্চিত্রে অনন্য অবদানের জন্য ‘দাদা সাহেব ফালকে’ সম্মাননায় ভূষিত করা হয় তাকে।

অভিনয় জীবনে তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার।  সবচেয়ে বেশি পুরস্কারের জন্য ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’-এ নাম রয়েছে দিলীপ কুমারের। ৮বার ‘ফিল্ম ফেয়ার’ পুরস্কার পেয়েছেন তিনি।

নমিনেশন পেয়েছেন ১৯ বার।  ‘ফিল্ম ফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন ১৯৯৩ সালে।  ১৯৮০ সালে মুম্বাই শহরের সম্মানজনক ‘শেরিফ’ পদটি অলংকৃত করেন তিনি।  

চলচ্চিত্রে অনন্য অবদানের জন্য পেয়েছেন ১৯৯১ সালে ভারত সরকারের সম্মাননা ‘পদ্মভূষণ’, ১৯৯৪ সালে পান ‘দাদা সাহেব ফালকে’।  ১৯৯৭ সালে পাকিস্তান সরকার তাকে ভূষিত করেছে ‘নিশান-এ-ইমতিয়াজ’ সম্মাননায়। ২০১৫ সালে তাকে ‘পদ্মবিভূষণ’ উপাধিতে ভূষিত করে ভারত সরকার।
১৬ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে