শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬, ১০:৪১:২২

ঘর ভাঙছে এবার সোহা-কুণালের, সমস্যা একটাই!

ঘর ভাঙছে এবার সোহা-কুণালের, সমস্যা একটাই!

বিনোদন ডেস্ক : বলি টাউনে ডিভোর্সের তালিকায় এবার আরেকটি নাম যোগ হতে যাচ্ছে।  সোহা আলি খান এবং কুণাল খেমুকে কি আলাদা হয়ে যাচ্ছেন? তাদের বিবাহিত জীবনে যে ভালোই সমস্যা চলছে একথা একবাক্যে স্বীকার করে নিচ্ছেন অনেকেই।  বলিউডে কান পাতলে এখন শোনা যাচ্ছে বিচ্ছেদের নতুন গুঞ্জন।

আনন্দবাজেরের এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।


কী নিয়ে এ দম্পতির সমস্যা? জানা গেছে, কুণাল সন্তান চান।  শ্বশুরবাড়ির দিক থেকে সোহার ওপরেও চাপ রয়েছে এ নিয়ে।  কিন্তু এ মুহূর্তে মা হওয়ার জন্য প্রস্তুত নন সোহা।  এ নিয়ে মনোমালিন্যের কারণেই নাকি তাদের বিবাহিত জীবনে বেশ সমস্যা চলছে।

এ সমস্যা মেটাতে নাকি এগিয়ে এসেছেন তাদের বন্ধুরা।  সোহা-কুণাল যাতে আলাদা না হয়ে যান সেজন্য তাদের বোঝাচ্ছেন।  তবে ফারহান-অধুনা বা মালাইকা-আরবাজের পথে সোহা-কুণালও হাঁটবেন কি না তা সময়ই বলে দেবে।

১৬ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে