সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ১০:২৩:১২

দারুণ খবর! আবারও শহীদ ও কারিনার রোমান্স

দারুণ খবর! আবারও শহীদ ও কারিনার রোমান্স

বিনোদন ডেস্ক : বলিউডে সব থেকে আলোচিত প্রেমিক জুটি ছিলেন শহীদ কাপুর ও কারিনা কাপুর। দীর্ঘদিন তারা অনস্ক্রিন ও অফস্ক্রিন রোমান্স করেছেন। মাতিয়েছেন সব্বাইকে। তবে সেসব কথা এখন অতীত।

জানা গেছে, শহীদ কাপুর ও কারিনার কাপুরের মধ্যকার প্রেম যেমন ছিল সর্বদিক চর্চিত। একইভাবে তাদের বিচ্ছেদও ছিলো ব্যাপক আলোচিত। তবে এখন তারা কেউ আর কারো মুখোমুখি হন না। পর্দায়ও দেখা যায়নি তাদের বিচ্ছেদের পর থেকে। তারা দু’জনই ব্যস্ত অাছেন নিজেদের সংসার নিয়ে। তবে নতুন খবুর হচ্ছে আবারও এই জুটির রোমান্স দখো যাবে।

খবর পাওয়া গেছে, দীর্ঘদিন পরে ফের একসঙ্গে পর্দায় আসছেন শহীদ কাপুর ও কারিনা কাপুর। আর এর মধ্য দিয়ে এই প্রাক্তন জুটির সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।

সূত্র বলছে, ‘উড়তা পঞ্জাব’ ছবিতে একসঙ্গে দেখা যাবে শহীদ ও কারিনাকে। সেই ছবির প্রোমোশনেও দু’জন যাচ্ছেন একসঙ্গে। আবার দু’জন একসঙ্গে সেলফিও নাকি তুলেছেন।
১৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে