বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী বাঙালি ললনা বিপাশা বসুর বিয়ে এমাসেই। তিনি তার প্রেমিক করণকে বিয়ে করছেন। এর আগে তিনি প্রেম করেছিলেন জন অ্যাব্রাহাম ও হারমান বেওয়াজের সাথে। বর্তমানের তারে সাবেক। বিপাশার জীবনে তার কেবলই অতীত।
এদিকে বিপাশার বিয়ে প্রসঙ্গে তার প্রাক্তন প্রেমিক হারমান বেওয়েজা শুভকামনা জানালেও জন কিন্তু তা করেননি। বরং ভীষণভাবেই রেগে গেছেন জন! যা রেওয়েজার উল্টো।
গত ১৭ এপ্রিল রান্না বিষয়ক একটি বই প্রকাশনা অনুষ্ঠানে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বিপাশার বিয়ে প্রসঙ্গে জানতে চাওয়া হয় জনের কাছে। কিন্তু তার রুক্ষ প্রতিক্রিয়া হতবাক করেছে সবাইকে। শুধু প্রশ্নই সরাসরি উপেক্ষা করেননি তিনি, সঙ্গে সাংবাদিকের মাইক্রোফোনটাকে ধাক্কা মেরে সরিয়ে চলে যান।
২০০২ সালে জিসম ছবির কাজ করতে গিয়ে জনের সঙ্গে প্রেমে জড়ান বাঙালি সুন্দরী বিপাশা। ২০১১ সালের তাদের ছাড়াছাড়ি হয়। এরপর জন বিয়ে করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী অর্থনৈতিক বিশ্লেষক প্রিয়া রানচালকে।
অন্যদিকে বিপাশা সম্পর্কে জড়ান হারমানের সঙ্গে। কিন্তু বেশিদিন তা টেকেনি। গত বছর অ্যালোন ছবির কাজ করতে গিয়ে করণের সঙ্গে সখ্য গড়ে ওঠে বিপাশার। আগামী ৩০ এপ্রিল মুম্বাইয়ের খারে বিপাশার বাড়িতে বাঙালি রীতিতে বিয়ে করবেন দুজন।
১৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন