বিনোদন ডেস্ক : গত ১৫ এপ্রিল বিশ্বব্যাপি মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘ফ্যান’ মুভিটি। আলোচিত এই মুভিটি ইতিমধ্যে বিশ্বজুড়ে বেশ উত্তাপ ছড়িয়েছে। ব্যবসা করছে জম্পেশ।
১০৫ কোটি রুপি খরচে নির্মিত এই ছবিটি মুক্তির ৪দিনের মধ্যেই তুলে এনেছে ১২০ কোটি রুপি। এরমধ্যে ভারত থেকেই আয় করেছে ৫৫ কোটি ও পুরো বিশ্বজুড়ে তার আয় সর্বমোট ১২০ কোটি রুপি।
গেল বছরের শেষের দিকে কিং খানের ‘দিলওয়ালে’ দেখে দারুণভাবে হতাশ হয়েছে তার ভক্ত অনুরাগিরা। তবে সেই হতাশা অনেকটাই ‘ফ্যান’ এর মাধ্যমে কাটিয়ে দিয়েছেন শাহরুখ খান। একজন তারকা অভিনেতা ও তার পাগলা এক ভক্তকে নিয়ে নির্মিত হয়েছে এই ছবিটি। যা শুধু ভারত নয়, বরং মুক্তির মাত্র চার দিনেই বিশ্বব্যাপী দারুণ প্রশংসিত হচ্ছে।
সূত্র বলছে, চলতি বছরে মুক্তি পাওয়া বক্স অফিসে মুক্তির মাত্র চারদিনের হিসেব নিকেষে বলিউডের সবচেয়ে বেশি আয় করা সিনেমাটাকেও ছাড়িয়ে গেছে শাহরুখ খানের ‘ফ্যান’। সামনে আরও ভালো ব্যবসা করবে ছবিটি, এমনই প্রত্যাশা বক্স অফিস ও নির্মাতা সংশ্লিষ্টদের।
প্রথম দিনে ২০ কোটি রুপি আয় করে ছবিটি যেসব রেকর্ড গড়েছে, তারমধ্যে অক্ষয় কুমার অভিনীত চলতি বছরে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা ‘এয়ারলিফট’কেও ছাড়িয়ে গেছে ফ্যান! অন্যদিকে বলিউডের ‘অল টাইম অপেনিং ডে’-তেও বেশি আয়ের দিক থেকে ১৪তম জায়গা করে নিয়েছে শাহরুখের ফ্যান ছবিটি। আর শাহরুখ অভিনীত হ্যাপি নিউ ইয়ার, চেন্নাই এক্সপ্রেস এবং দিলওয়ালের পরেই মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার মধ্যে চার নম্বরে আছে ‘ফ্যান’।
২০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন