বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৯:৩৯:৪৪

শাহরুখের গোপন রহস্য ফাঁস!

শাহরুখের গোপন রহস্য ফাঁস!

বিনোদন ডেস্ক : সিনেমায়, শাহরুখই স্টার আবার শাহরুখই ফ্যান। বয়সের ফারাক ছাড়া স্টারের ফ্যানকে হুবুহু স্টারের মতই দেখতে! কথা বলছি শাহরুখ খানের সিনেমা ফ্যান নিয়ে। এই চলটা আগেও ছিল, কিছুটা এখনো আছে। পছন্দের স্টারের হেয়ার স্টাইল অনুকরণ করাই ছিল ফ্যান হওয়ার প্রথম শর্ত। তারপর পোশাক পরিচ্ছদ তো আছেই। কঠিন হলেও এটাও ফ্যান হওয়ার অন্যতম 'স্টার পয়েন্ট', স্টারের মত করে কথা বলা, গলা নকল করা, মিমিক্রি করা।

একজন তারকাই যখন নিজেকে নকল করছেন, সে যদি হয় অভিনেতা, তাহলে কাজটা কঠিন হলেও অসাধ্য নয়। কিন্তু একজন হাফ সেঞ্চুরি করা মানুষকে ২৫ বছরে নামিয়ে নিয়ে আনা, সেটাও দর্শনে, সহজ নয়! বয়স বাড়ানোটা তুলনামূলক সহজ হয় ম্যাক-আপে। বলিউডে 'ম্যাক আপ বিপ্লব' অনেক আগেই হয়েছে, তবে আধুনিক ভার্সন যেন রহস্য! পা-তে অমিতাভ বচ্চন, পিকে-তে আমির খান এসব হয়েছে আগেই। এবার ফ্যানে বলিউড কিং শাহরুখ।
২০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে