শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬, ০৩:২৮:১৮

এক রাতের জন্য বন্ধু সঙ্গে বউ বদল!

এক রাতের জন্য বন্ধু সঙ্গে বউ বদল!

এক্সক্লুসিভ ডেস্ক : ২০০১ সালের সেই হিন্দি ছবি অজনবির! এই ছবিতে এক রাতের জন্য বউ বদল করেছিলেন রাজ মালহোত্রা (ববি দেওল) ও বিক্রম বাজাজ (অক্ষয় কুমার)। বউ বদলাবদলির খেলায় মোটেও রাজি ছিলেন না রাজের স্ত্রী প্রিয়া (কারিনা কাপুর)। কিন্তু তা সত্ত্বেও জোড় করেই প্রিয়ার সঙ্গে রাত কাটান বিক্রম। সিনেমার এই চিত্রনাট্যের বাস্তব ছবি এবার দেখা গেল মিশরে।

বেশ কিছুদিন ধরেই বন্ধুর বউয়ের প্রেমে পড়েছিলেন মিসরীয় ওই ব্যক্তি। কিন্তু তাকে কাছে পাওয়ার ঠিক পথ পাচ্ছিলেন না। হঠাৎই তাকে সেই রাস্তা করে দিলো ব্রিটিশ টিভি অনুষ্ঠান। এরপরই বন্ধুকে গিয়ে বউ বদলের প্রস্তাব দেন। নিজের বউ ছেড়ে এক রাত অন্যের বউয়ের সঙ্গে কাটানোর প্রস্তাবে রাজিও হয়ে যান ওই ব্যক্তির বন্ধু।

বন্ধুর বউয়ের সঙ্গে তার রাত ভাল কাটলেও মধুর হয় না বন্ধুর রাত। ওই মিশরীয় ব্যক্তির স্ত্রী এসবে মোটেও রাজি হননি। কিন্তু বন্ধু তা শুনবেন কেন। জোর করতে থাকেন। কোনও রকমে নিজেকে সন্মান রক্ষা করেন ওই ব্যক্তির স্ত্রী। এই ঘটনার পর মহিলা স্বামীর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেন এবং স্বামীর বন্ধুর বিরুদ্ধে পাশবিক নির্যাতনের চেষ্টার অভিযোগ করেন। -জিনিউজ
২৯ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে